বিশ্বের প্রথম রোবটিক হ্যান্ড ড্রোন
প্রতিক্ষণ ডেস্ক:
হাতের কাজ করতে করতে ক্লান্ত? একবার কল্পনা করুন, ঠিক সে সময়ে আপনার বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা কাজ গুলো উড়ে উড়ে গিয়ে করে দিচ্ছে একটি রোবট? কল্পনা নয় এবার ঠিক এরকম ই ড্রোন নিয়ে কাজ করছে নির্মাতা প্রতিষ্ঠান প্রোড্রোন। যা দিয়ে কাজ করা যাবে ঠিক মানুষের হাতের মত, শুধু তাই নয় মাটি থেকে ষোল হাজার ফুট ওপরে উঠে ত্রিশ কিলোমিটার বেগে ছুটে চলবে বিশ্বের প্রথম এই রোবটিক হ্যান্ড ড্রোনটি।
‘PD6B-AW-ARM’ কোড নামের রোবটিক হ্যান্ড ইউজ করা এই ড্রোনকে বলা হচ্ছে বর্তমান বিশ্বের প্রথম রোবটিক হ্যান্ড ড্রোন। এটি কাজ করবে মানুষের হাতের মতো । জাপানের ড্রোন প্রস্তুতকারক কোম্পানি ‘প্রোড্রোন’ এর তৈরি এই রোবটিক হ্যান্ড ড্রোন ব্যবহার করে ৪৪ পাউন্ড ওজন তোলা যাবে।
২০ কেজি ওজনের ড্রোনটির কাজকর্মও বেশ চমকপ্রদ। এটি প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিতে একটানা ৩০ মিনিট পর্যন্ত উড়তে পারবে। প্রয়োজনে মাটি থেকে প্রায় সাড়ে ১৬ হাজার ফুট পর্যন্ত উপরে উঠতে পারবে এই রোবট । এটিকে কন্ট্রোল করতে হবে রিমোর্ট দিয়ে।
ড্রোনটির কর্মকাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে সংস্থার পক্ষ থেকে। এতে দেখা যায়, অনায়াসে ড্রোনটি একটি চেয়ার তুলে ফেলছে সঙ্গে আরও অনেক কাজ করে দিচ্ছে।
ড্রোনটির দাম এবং কবে নাগাদ এটি বাজারে আসবে তা এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
প্রতিক্ষণ/এডি/এস.টি