বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ বাংলাদেশে
প্রতিক্ষণ ডেস্কঃ
স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাজারে নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। এটি এইচপির তৈরি। স্পেক্টর ১৩ সিরিজের ল্যাপটপটি দুইটি মডেলে পাওয়া যাবে। মডেলগুলো হচ্ছে এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এবং এইচপি স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ।
এইচপি স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ মডেল এর ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ষষ্ঠ প্রজন্মের কোর আই ফাইভ ৬২০০ইউ প্রসেসর, ২৫৬ জিবি সলিড স্টেট ড্রাইভ।
অন্যদিকে এইচপি স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ মডেলের ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ষষ্ঠ প্রজন্মের কোর আই সেভেন ৬৫০০ইউ প্রসেসর এবং ৫১২ জিবি সলিড স্টেট ড্রাইভ।
দুটি মডেলেই রয়েছে ৮জিবি ডিডিআরথ্রি র্যাম, ১৩.৩ ইঞ্চি এইচডি ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস প্রোটেকশন এবং জেনুইন উইন্ডোজ ১০।
ল্যাপটপটি দুইটির পুরুত্ব মাত্র ১০.৪ মিলিমিটার এবং ওজন ১.১ কেজি। দুটি ল্যাপটপই কালো এবং কপারের রঙে আইডিবি, মাল্টিপ্ল্যান সেন্টারসহ সারাদেশের সকল আইটি মার্কেটে পাওয়া যাচ্ছে।
দুই বছরের বিক্রয়োত্তর সেবাসহ স্পেক্টর ১৩-ভি০১৭টিইউ এর খুচরা মূল্য ১ লাখ ২৯ হাজার টাকা। স্পেক্টর ১৩-ভি০১৮টিইউ এর খুচরা মূল্য ১ লাখ ৪৯ হাজার টাকা। সূত্রঃ ঢাকাটাইমস
প্রতিক্ষণ/এডি/এস.টি.