বিশ্বের সবচেয়ে বেশি খর্বকায় শিশু ভারতে

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৬ সময়ঃ ১১:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:১৬ অপরাহ্ণ

in1

বিশ্বের মধ্যে ভারতে সবচেয়ে বেশি শিশু শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছে। অপুষ্টির কারণে দেশটিতে এ সমস্যা দেখা দিয়েছে।

দাতব্য সংস্থা ওয়াটারএইডের নতুন প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ভারতের পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে চার কোটি আশি লাখ শিশু শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় ভুগছে।

‘কট শর্ট’ শিরোনামে ঐ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এতে উল্লেখ করা হয়, শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় ভোগা শিশুর সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে নাইজেরিয়া। তৃতীয় পাকিস্তান। দেশ দুটিতে যথাক্রমে এক লাখ ৩০ হাজার ও ৯৮ হাজার শিশু এ সমস্যায় ভুগছে।

in2

ওয়াটারএইডের প্রতিবেদনে বলা হয়, জীবনের প্রথম দুই বছরের মধ্যে অপুষ্টিতে ভুগলে শিশু শারীরিক বৃদ্ধিজনিত সমস্যায় পড়ে। এটি সহজে আর পরিবর্তন করা যায় না। এ সমস্যায় পড়লে শিশুর মানসিক বিকাশও বাধাগ্রস্ত হয়। খাদ্য-সংকট ছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশ ও দূষিত পানির কারণে শিশু অপুষ্টিতে পড়তে পারে। এ কারণে তার শারীরিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, স্বাস্থ্যসম্মত শৌচাগার, পরিষ্কার পানি ও স্বাস্থ্যকর পরিবেশের অভাবে শিশু ডায়রিয়াসহ নানা পানিবাহিত রোগে আক্রান্ত হতে পারে। এতে শিশু অপুষ্টির শিকার হয়।

in3

ওয়াটারএইডের স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি-সংক্রান্ত নীতি বিশ্লেষক মেগান উইলসন-জোনস বলেন, ভারতে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ খোলা জায়গায় মলত্যাগ করে। এ সংখ্যা প্রায় ৫০ কোটিরও বেশি। খোলা জায়গায় মলথ্যাগের এ বদ অভ্যাসের কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, জীবনের প্রথম দুই বছরের মধ্যে ডায়রিয়ায় আক্রান্ত হওয়া শারিরীক বৃদ্ধিজনিত সমস্যার সরাসরি কারণ। ভারতে অন্তত সাত কোটি ৬০ লাখ লোক নিরাপদ পানির সংকটে রয়েছেন। দেশটির ৭৭ কোটি ৪০ লাখ মানুষ পর্যাপ্ত স্বাস্থ্যসুবিধা পান না। শুধু ডায়রিয়াই প্রতি বছর দেশটির এক লাখ ৪০ হাজার শিশু মারা যায়। সূত্র : বিবিসি।

প্রতিক্ষণ ডেস্ক/ এডি/ একে

=====

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G