বিশ্বের প্রথম সোলার প্যানেল রাস্তা

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৭ সময়ঃ ৫:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৬ অপরাহ্ণ

07ফ্রান্সের নরমান্ডি অঞ্চলের টাউরাভরি-অ্যা-পারচিফ গ্রামে সোলার প্যানেল দিয়ে তৈরি করা হয়েছে একটি রাস্তা। বলা হচ্ছে, এটি বিশ্বের প্রথম সোলার প্যানেল রাস্তা। এক কিলোমিটার দৈঘ্যের্র এই রাস্তাটিতে ব্যবহার করা হয়েছে ২ হাজার ৮০০ বর্গমিটার আয়তনের ২ হাজার ৮৮০টি সোলার প্যানেল। এগুলো সূর্য থেকে তাপশক্তি গ্রহণ করে তা বিদ্যুৎশক্তিতে রূপান্তর করবে।

04প্রতিদিন ৭৬৭ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম এই রাস্তা থেকে বছরে ২৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে। তবে, আবহাওয়ার অবস্থা ও মৌসুমের তারতম্যের কারণে এই উৎপাদনের মাত্রা কিছুটা ওঠানামা করতে পারে। গ্রীষ্মের মৌসুুমে উৎপাদন বেড়ে দাঁড়াবে দেড় হাজার কিলোওয়াট।

কর্তৃপক্ষের মতে, দুই বছরব্যাপী পরীক্ষামূলক পর্যায়ে প্রতিদিন দুই হাজার মোটররিস্ট অর্থাৎ (বিদ্যুৎ উৎপাদন যন্ত্র) রাস্তাটিতে ব্যবহার করা হবে। এগুলো থেকে যে পরিমাণ বিদ্যুৎ শক্তি উৎপাদন হবে তা দিয়ে গ্রামটির সব রাস্তার বাতি জ্বালানোর জন্য যথেষ্ট।

এই প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৫ মিলিয়ন ইউরো, যা অর্থায়ন করছে দেশটির সরকার। সম্প্রতি উদ্বোধন করা হয়েছে সোলার প্যানেলের তৈরী এই রাস্তাটি।

প্রতিক্ষণ/এডি/এস.টি

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G