বিশ্বের প্রথম ৮ জিবি র‌্যামের ফোন

প্রকাশঃ জানুয়ারি ৬, ২০১৭ সময়ঃ ৭:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

zenfone-ar-02৮ জিবি র‌্যামের ‘জেনফোন এআর’ আনতে যাচ্ছে তাইওয়ানের প্রতিষ্ঠান আসুস। এটিই হবে বিশ্বের প্রথম ৮ জিবি র‌্যামের ফোন। গুগলের ট্যাংগো অগমেন্টেড রিয়েলিটি এবং ডেড্রিম ভার্চুয়াল রিয়েলিটি সফটওয়্যার সমর্থন করবে এই স্মার্টফোন । এর ক্যামেরা এবং সেন্সর সেটআপ করা হয়েছে গতি ট্র্যাকিং, ডেপথ সেন্সিং ও এরিয়া বোঝার মতো করে।

অন্যান্য জেনফোনের মতো হোম বাটনে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে ‘জেনোফোন এআর’ স্মার্টফোনে। এই ফোনের ফিচারে রয়েছে ডিসপ্লে ভার্চুয়াল রিয়েলিটি উপভোগের জন্য ৫.৭ ইঞ্চি সুপার অ্যামোলেড কিউএইচডি ডিসপ্লে। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২১ প্রসেসর, ২৫৬ জিবি স্টোরেজ এবং ৩ হাজার ৩০০ এমএএইচ ব্যাটারি, ২৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও৮ মেগাপিক্সেল ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

অ্যান্ড্রয়েড ন্যুগাট অপারেটিং সিস্টেমের এই ফোন চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বাজারে আসবে। সম্প্রতি প্রযুক্তিপণ্যের মহোৎসব ‘কনজ্যুমার ইলেক্ট্রনিক্স শো ২০১৭’-তে ফোনটি উন্মোচন করেছে আসুস কর্তৃপক্ষ।

 

প্রতিক্ষণ/এডি/এস.টি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G