বিশ্ব প্রবেশ করবে ডিজিটাল অন্ধকার যুগে
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
আধুনিক ইন্টারনেটের জনক ভিন্ট সার্ফ আশঙ্কা করছেন, মানুষ ডিজিটাল অন্ধকারের যুগে যাত্রা শুরু করেছে, যেখানে ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান একুশের ইতিহাস সম্পর্কে খুব কম জানতে পারবে। তিনি মনে করেন, কম্পিউটারে সংরক্ষিত সব তথ্য ও ছবি একদিন হারিয়ে যাবে কারণ, এখনকার হার্ডওয়্যার ও সফটওয়্যার একসময় অচল বা বিলুপ্ত হয়ে যাবে।
সম্প্রতি যুক্তরাষ্ট্রের সান হোসেতে আয়োজিত আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দি অ্যাডভান্সমেন্ট অব সায়েন্সে যোগ দেন ভিন্ট সার্ফ। সেখানেই তিনি ‘ডিজিটাল ডার্ক এজ’ সম্পর্কে তার আশঙ্কার কথা জানান।
তার মতে, প্রযুক্তির ব্যবহারের কারণে ভবিষ্যতে ইতিহাসের পাতায় আমাদের কোনো ইতিহাস খুঁজে পাওয়া যাবে না। তিনি আরও বলেন, আমরা এখন যেভাবে আমাদের তথ্য সংরক্ষণ করে রাখি এবং যেভাবে ফাইলে তথ্য জমা করি তাতে প্রযুক্তি পুরোনো হয়ে গেলে তা উদ্ধার করা কঠিন হয়ে যাবে।
ভবিষ্যতে ইতিহাসবিদেরা আমাদের জীবন সম্পর্কে কোনো কিছুই জানতে পারবেন না। যেভাবে লিখিত রেকর্ড না থাকায় রোমানদের সম্পর্কে খুব কম তথ্য আমরা জানতে পারি, সেভাবেই আমরাও একদিন অন্ধকার যুগে হারিয়ে যাব।
এক্ষেত্রে তার পরামর্শ হচ্ছে, আমরা যেন গুরুত্বপূর্ণ সব তথ্যের প্রকৃত পাণ্ডুলিপি সংরক্ষণ করে রাখি, যাতে তা ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত টিকে থাকতে পারে।
ভিন্ট সার্ফ বর্তমানে গুগলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করছেন এবং তারা বর্তমানে ‘ডিজিটাল ভেলাম’ নামে একটি পদ্ধতি নিয়ে কাজ করছেন। এই পদ্ধতিতে ডকুমেন্টের পাশাপাশি ডিজিটাল ফাইল খোলা, সংরক্ষণ করার একটি দিক নির্দেশনা থাকবে। – সু্ত্র: বিবিসি ওয়েবসাইট
প্রতিক্ষণ/এডি/জয়