বিশ্ব রেকর্ড ভাঙতে যাচ্ছে টাইটান ৪
আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
সম্প্রতি উইকিডলিক তাদের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের সঙ্গে ‘বিশ্ব রেকর্ড’ ভঙ্গ করতে চলছে কেননা এই স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপ দিবে ৪ দিন।
নির্ভরযোগ্য উৎস হতে ফাঁস হওয়া তথ্য অনুসারে উচ্চ মাত্রার ফিচার সমৃদ্ধ এই স্মার্টফোনে রয়েছে গরিলা গ্লাস ৩ সহ ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে, এনএফসি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, একটি ১৩ মেগাপিক্সেল ক্যামেরাসহ আরও চমকপ্রদ বহু ফিচার।
৮-কোর ১.৭ গিগাহার্টজ প্রসেসরের সঙ্গে এলিফোন পি৫০০০ এর রয়েছে একটি MTK6592 চিপসেট, MALI-450GPU, ২জিবি র্যাম, ১৬ জিবি স্টোরেজ, ডুয়েল সিম,১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা, ৫৩৫০ এমএএইচ ব্যাটারি, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এনএফসি। এখানে ফোন দুটির মধ্যকার পার্থক্য হল ১৬ মেগাপিক্সেল ক্যামেরা যা টাইটান ৪ এ ১৩ মেগাপিক্সেল বলে জানা যায়।
অন্য আরেকটি উৎস হতে জানা যায় টাইটান ৪ স্মার্টফোনের মত স্মার্টফোন ইতোমধ্যে বিদেশে অনেক আগেই ব্যবহার শুরু হয়েছে। তাই অনেকেই ইঙ্গিত করছে উইকিডলিকের টাইটান ৪ কি এলিফোন পি৫০০০ এর নতুন কোন সংস্করণ? একই উৎসের তথ্য অনুযায়ী, এলিফোন পি৫০০০ এবং টাইটান ৪ এর ফিচার বলতে গেলে একেবারেই অভিন্ন। এছাড়া উইকিডলিকের প্রকাশ করা ছবি অনুসারে ফোন দুটি দেখতেও একই চেহারার।
যদি টাইটান ৪ এলিফোন পি৫০০০ এর একটি নতুন সংস্করণ হয় তাহলে উইকিডলিক এর নতুন এই স্মার্টফোন আসলেই কি ‘বিশ্ব রেকর্ড’ ভাঙতে যাচ্ছে?
প্রতিক্ষণ/এডি/জয়