বিষাক্ত কুয়াশায় আচ্ছন্ন চীন
চীনের রাজধানী বেইজিংয়ে বিষাক্ত কুয়াশার কারণে আবারো সতকর্তা জারি করা হয়েছে। দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত এই সতর্কতা জারি থাকবে।
গত সপ্তাহে একই কারণে বেইজিংয়ে প্রমবারের মতো রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। দেশটির জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চীনের মধ্যাঞ্চলের জিয়ান থেকে উত্তর-পূর্বাঞ্চলের হারবিন এলাকা পর্যন্ত ধোঁয়াশার প্রভাব থাকবে। আবহাওয়া কর্তৃপক্ষ সতর্ক করে দিয়ে বলেছে, ‘এবার বেইজিংয়ে ধোঁয়াশা পরিস্থিতি গতবারের চেয়ে ভয়াবহ হতে পারে।’ বেইজিংয়ে বায়ুদূষণ নিয়ে সর্বোচ্চ সতর্কাবস্থা জারির প্রেক্ষিতে গাড়ি চলাচল, কলকারখানা ও ভবনের কাজকর্ম সীমিত করে দেওয়া হয়েছে।
সরকার সারা দেশে পরিবেশের ক্ষতিকর দূষণের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। দুই বছর ধরে চীনে বায়ুদূষণের কারণে ধোঁয়াশা সৃষ্টির মতো বিপর্যয় দেখা দিচ্ছে। কয়লার ইঞ্জিনে চালিত শিল্পকারখানা, যানবাহনের ধোঁয়া, নির্মাণাধীন এলাকার ধুলাবালির কারণে চীনে ঘন ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতি কিউবিক মিটারে ২৫ মাইক্রোগ্রামকে সর্বোচ্চ নিরাপদ মাত্রা হিসেবে বিবেচনা করে থাকে। গত ৮ ডিসেম্বর এ মাত্রা ছিল ৩শর কাছাকাছি। বেইজিং ও আশপাশের এলাকার বায়ুদূষণের ভয়াবহতা কমাতে সম্প্রতি চীনকে ৩০ কোটি ডলারের ঋণ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
প্রতিক্ষণ/এডি/জেবিএম