বিসিএস প্রশ্ন চুরির চেষ্টায় ছাত্রলীগ কর্মীর কারাদন্ড

প্রথম প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৭:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Khulna_BCSbg_319063343খুলনায় বিসিএস পরীক্ষার প্রশ্ন চুরি করে পালানোর সময় শরিফুল ইসলাম ওরফে বাবু (২৪) নামে এক যুবককে আটক করে পুলিশ।

পরে ভ্রাম্যমাণ আদালত তাকে দুই বছরের কারাদন্ড দেয়। শরীফুল ইসলাম ছাত্রলীগের একজন কর্মী।

শুক্রবার (০৬ মার্চ) বিকেল সোয়া ৩টায় নগরীর আযমখান সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আশিক উন নবী তালুকদার তাকে এ সাজা দেন।

আশিক উন নবী তালুকদার  জানান, বিসিএস প্রশ্নপত্র নিয়ে পালিয়ে যাওয়ার সময় বাবুকে আটক করা হয়েছে। তিনি পরীক্ষার্থী ছিলেন না।

এদিকে, খুলনা মহানগর ছাত্রলীগের সহসভাপতি অহেদুজ্জামান বলেন, শরিফুল ইসলাম বাবু কমার্স কলেজ ছাত্রলীগের কর্মী। তবে কোনো পদে নেই। দলের মিছিল-মিটিং করেন। তিনি এ বছর অনার্স ফাইনাল পরীক্ষা দিয়েছেন।

এ ঘটনায় পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য উজ্জ্বল বিকাশ দত্ত ও খুলনা জেলা প্রশাসক মোস্তফা কামাল বিকেলে কেন্দ্রটি পরিদর্শন করেছেন।

 প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G