বিস্ফোরকের হাত থেকে বেঁচে ফিরলেন নওয়াজ

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৭ সময়ঃ ৪:০৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের সদ্য পদত্যাকারী প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বুধবার অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন দুবৃত্তদের আকষ্মিক হামলার হাত থেকে।

গতকাল লাহোরে ভয়ঙ্কর বিস্ফোরণের টার্গেট ছিলেন মূলত তিনিই; এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে।

জানা গেছে, একটি ট্রাকে রাখা বিস্ফোরক থেকেই এই দুর্ঘটনা ঘটে। এ হামলায় কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

সরকারি সূত্র মতে, বিস্ফোরক উপকরণ আট ফল রোডে একটি ট্রাকের মধ্যে লুকিয়ে রাখা ছিল।

উল্লেখ্য, এই রাস্তা দিয়েই নওয়াজ শরিফের নিজের শহরে ফেরার কথা ছিল। রবিবার নওয়াজ শরিফ প্রথমে গ্রান্ড ট্রাঙ্ক রোড দিয়ে ইসলামাবাদ থেকে লাহোরে যাওয়ার কথা ছিল। কিন্তু বুধবার তার এই যাত্রা স্থগিত রাখা হয়। সূত্র মতে, এই বিস্ফোরক উপকরণ সাবেক প্রধানমন্ত্রী নওয়াজকে লক্ষ্য করেই রাখা হয়েছিল।

স্থানীয় সময়ানুযায়ী রাত ৯টার দিকে এই বিস্ফোরণ হয়। পুলিশ এবং উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে ঐ এলাকা ঘিরে ফেলে।

প্রতিক্ষণ/এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G