ষোল দেশের বিস্ময়কর সীমান্ত (ছবি গ্যালারী)

প্রকাশঃ জুলাই ১, ২০১৫ সময়ঃ ১২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

simanto borসীমান্ত বলতেই আমরা মনে করি কাটাতাঁরের বেড়া আর যার দু’পাশে রয়েছে অস্ত্র হাতে প্রহরী। কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশের সীমান্ত রয়েছে যেখানে নেই এমন কিছুই।

সীমান্তের এপারে-ওপারে দাঁড়িয়ে খেলা যায়; কোথাও আবার একসাথে বসে চা পান করছেন দুজন, কিন্তু একজন একদেশে, অন্যজন আরেক দেশে! বিশ্বে অবাক করা এমন কিছু সীমান্ত রয়েছে। আজ ছবির মাধ্যমে প্রতিক্ষণের পাঠকদের জন্য থাকছে সেই ১৬টি সীমান্তের ছবি।simanto

ছবি দেখে মনে হতে পারে, মাঝখানে বিভাজক দিয়ে পাড়ার ছেলেরা ভলিবল খেলছে। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। মাঝখানের বিভাজকের এক পাশে যুক্তরাষ্ট্র। অন্য পাশে মেক্সিকো।

 

simanto 2
এটি সবুজ মাঠে বসার জন্য স্থাপিত বেঞ্চি নয়। তিনটি বেঞ্চের পাশে ইউরোপের তিন দেশ স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও হাঙ্গেরি ।

simanto 3

 

 

দুই পাশে তুষারঢাকা গাছ। মাঝখান দিয়ে বিস্তৃত সড়ক। দুই পাশে স্ক্যান্ডিনেভিয়ান দুই দেশ নরওয়ে ও সুইডেন।

 

 

simanto 4

সারিবদ্ধ চেয়ার দেখে মনে হতে পারে কোনো রেস্তোরাঁর দৃশ্য এটি। কিন্তু না। এই চেয়ারগুলোর পাশে এনএল লেখা অংশটা নেদারল্যান্ডসের। আর তার পাশে বি লেখা অংশটা বেলজিয়ামের। দুই দেশকে বিভক্ত করতে ব্যবহার করা হয়েছে একটি রেখা ও কিছু প্লাস (+) চিহ্ন।

 

simanto 5

ছবির মতো পাহাড়ের বুকে সর্পিল যে রাস্তাটি দেখা যাচ্ছে, সেটি বিভক্ত করেছে ক্যারিবীয় দেশ হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রকে।

 

 

 

simanto 6

ছোট্ট নদীটির দুই ধারে স্পেন ও পর্তুগাল। একটি জিপলাইন ধরে এক দেশের লোকজন অন্য দেশে যেতেও পারে।

 

simanto 7

এক পাশে প্রায় জনহীন পতিত ভূমি। অন্যপাশে জনাকীর্ণ নগর। বামে যুক্তরাষ্ট্র। বিপরীতে মেক্সিকো।

 

 

simanto 8

পেঁচানো রাস্তাটির বাঁয়ে চীনের ভূখণ্ডের মধ্যকার উপদ্বীপ ম্যাকাও। ডানে চীনের মূল ভূখণ্ড।

 

simanto 9

ঘনসবুজের মাঝখান দিয়ে বয়ে চলা নদীর বাঁয়ে আর্জেন্টিনা, ডানে প্যারাগুয়ে। আর মধ্যভাগে ব্রাজিল।

simanto 10

 

লাল, সাদা রঙের পতাকাওয়ালা দেশটি ডেনমার্ক। তার বিপরীতের দেশটি সুইডেন। সেতুর দুই পাশে অবস্থান দুই দেশের।

simanto 11

 

পিচঢালা রাস্তায় সাদা রঙে লেখা দুই দেশের নাম। বাঁয়ে সুইডেন আর ডানে নরওয়ে।

simanto 12

 

পাশাপাশি তিনটি বিন্দুতে মিলিত ইউরোপের তিন দেশ জার্মানি, নেদারল্যান্ডস ও বেলজিয়ামের সীমান্তরেখা।

simanto 13

 

কোনো ফুটবল মাঠের দুই পাশ নয় এটি। মাছের ছবির ওপর দিয়ে যাওয়া রেখাটির বাম দিকে পোল্যান্ড। বিপরীত পাশে ইউক্রেন।

simanto 14

 

সড়কের দুই পাশে পরিষ্কার করেই লেখা যুক্তরাষ্ট্র ও কানাডা।

simanto 15

 

একই ঘরের এক পাশে উত্তর কোরিয়া। বিপরীত পাশে দক্ষিণ কোরিয়া। মাঝখানে কংক্রিটের ছোট্ট একটা বিভাজক। ছবিটির সামনের অংশের রক্ষীরা দক্ষিণ কোরিয়ার।

simanto 16

সেতুটির বাম পাশে সৌদি আরব। ডানে বাহরাইন।

 

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G