বিড়ালের দুধ পানে বাঁচলো হাঁস!

প্রকাশঃ জুন ৯, ২০১৫ সময়ঃ ৮:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

Cat_nursing_ducklingsরোনান এবং ইমা নামের এক দম্পত্তির ছোট্ট ফার্মে হঠাৎ করে খুঁজে পাওয়া যাচ্ছিল না মা পরিত্যাক্ত তিনটি ছোট্ট হাঁসের বাচ্চাকে। পরে যখন খোঁজাখুঁজির পর পাওয়া গেল তখন তারা বেশ ভয় পেয়ে গিয়েছিলেন, কারণ মা পরিত্যাক্ত হাঁসের বাচ্চা তিনটিকে পাওয়া গেল বাসার বিড়ালের ঘরের মধ্যে।

প্রথমে বিড়ালটির মুখে একটি হাঁসের বাচ্চা দেখে তাদের বুঝতে বাকি রইল না কিছুক্ষণের মধ্যে বাচ্চাটি বিড়ালের পেটে চলে যাবে, কিন্তু না বিস্ময় ঘটল তখনি যখন দেখা গেল সদ্য বাচ্চা দেওয়া বিড়ালটি মায়ের আদরে নিজের কোলের মধ্যে আগলে রেখেছে হাঁসের বাচ্চা তিনটিকে।

আর এমনই এক ব্যতিক্রমধর্মী অদ্ভুত পরিবারের ভিডিও প্রতিবেদন উঠে আসল বিবিসি ওয়ানের প্রতিবেদনে। বিবিসির সাথে সাক্ষাৎকারে রোনান বলেন, তারা আরো বিস্মিত হন, যখন তারা দেখেন হাঁসের বাচ্চা তিনটি খুব স্বাভাবিক ভাবেই বিড়ালের দুধ পান করছে। উল্লেখ্য, আয়ারল্যান্ডের ওফালির কালারা অঞ্চলে এ ঘটনাটি ঘটল।

 প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G