কর্মজীবী বিড়াল বোবো
প্রতিক্ষণ ডেস্ক:
ঘটনাটি নয় বছর আগের। নিউ ইয়র্কের চায়না টাউনের একটি ডিপার্টমেন্ট স্টোরের একজন কর্মী রাস্তা থেকে কুড়িয়ে এনেছিলেন বোবো নামের এই বিড়ালটিকে। সেই সময় থেকেই দোকানই ঠিকানা বিড়াল বোবোর। নিজ কাজের সুবাধে বেশ পরিচিত সে।
রোজ সকালে দোকানের মূল দরজার সামনে গুড বয় হয়ে বসে থেকে কাস্টমারদের নিজস্ব ভঙ্গিমায় অভিবাদন জানানোর মধ্য দিয়ে শুরু হয় বোবর ব্যস্ততা। এরপর অর্ডার অনুযায়ী কাস্টমারদের কাছে প্রয়োজনীয় সামগ্রীটি সরবরাহ করা সহ স্টোর থেকে কিছু চুরি হচ্ছে কিনা বা কেউ সেলফি তুলছে কিনা সবদিকেই নজর রাখছে সে।
বলা চলে, পুরো স্টোরটিই চলছে নয় বছর বয়সী বিড়াল বোবোর অধীনে।
বোবোকে ছোট থেকে বড় করে তোলার পেছনে যার ভূমিকা, সেই অ্যানির মতে, বোবো অত্যন্ত শৃঙখলাপরায়ণ। নিজের কাজ সর্ম্পকে সচেতন এবং স্টোরের কর্মচারী ও কাস্টমারদের কাছে অনেক প্রিয়।
এদিকে, স্টোরের অন্য কর্মচারীরা সপ্তাহে ১দিন করে ছুটি নিলেও, নয় বছর ধরে কোনো ছুটি নেয়নি বিড়াল বোবো। এমন কর্মদক্ষতার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছড়িয়ে পড়েছে বোবোর খ্যাতি।
প্রতিক্ষণ/এডি/এস.আর.এস