বিয়ের কথা স্বীকার করলেন শাকিব

প্রথম প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৭ সময়ঃ ৭:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৩০ অপরাহ্ণ

একটি বেসরকারি টেলিভিশনে সোমবার বিকেলে অপু বিশ্বাস দাবি করেছেন, চিত্রনায়ক শাকিবের সাথে বিয়ের কথা এবং এরপর তাদের সংসারে আসা নতুন অতিথি জয়ের কথাও। এ নিয়ে সিনেমাপাড়ায় থেকে শুরু করে মিডিয়া পাড়ায়ও শোরগোল পড়ে গেছে ইতোমধ্যে। অবশেষে অপুর এমন দাবির কথা স্বীকার করেছেন চিত্রনায়ক শাকিব খান। তবে স্ত্রী অপুর ওপর খুব রেগে আছেন ঢালিউডের এই চিত্রনায়ক। কারণ এ খবর ফাঁস হওয়াতে শাকিবের ক্যারিয়ারের ক্ষতি হতে পারে বলে মনে করছেন তিনি।

শাকিব বলেন, ‘আমি আমার সন্তান আব্রাহাম খান জয়ের দায়িত্ব নিতে রাজি আছি। কিন্তু অপুর দায়িত্ব নেবো না। সে আমার কথা না শুনে অন্যের প্ররোচনায় আমার ক্যারিয়ারের এত বড় ক্ষতি করল।’

তবে এর কিছুক্ষণ আগে শাকিব খান বিয়ের কথা স্বীকার করে বলেছিলেন, ‘বিয়ে করেছি এটা ঠিক। অপু যা বলেছে তা সত্যি। বিভিন্ন করণে এটা অপুকে গোপন রাখতে বলেছিলাম। অপুর ওপর আমার কোনো ক্ষোভ নেই। শিগগিরই ওকে নিয়ে সবার সামনে আসব আমি। আমার অনুরোধ থাকবে এটা নিয়ে কেউ বিভ্রান্তি ছড়াবেন না। আপনারা সবসময় আমার পাশে যেভাবে ছিলেন, আগামীতেও তাই থাকবেন।’

সবশেষে ভক্তদের কাছে তার স্ত্রী ও সন্তানের জন্য দোয়াও চান ঢালিউড কিং শাকিব খান। কিন্তু কিছুক্ষণের ভেতর সবকিছু পাল্টে গিয়ে অপুর ওপর ক্ষোভ প্রকাশ করেন তিনি।

 

https://www.youtube.com/watch?v=QMYjeNmMmEo

 

প্রতিক্ষণ/এডি/শাআ

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G