বিয়ে বাড়ির দেয়াল ধসে নিহত ২৬

প্রকাশঃ মে ১১, ২০১৭ সময়ঃ ১:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৯ অপরাহ্ণ

ভারতের রাজস্থান রাজ্যে একটি বিয়ে বাড়ির দেয়াল ধসে পড়ে চার শিশুসহ অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে ২৮ জন। এদের মধ্যে ১৫ জনের অবস্থা গুরুতর।

বুধবার রাতে রাজ্যের ভরতপুর জেলায় বিয়ের অনুষ্ঠান চলার সময় এ ঘটনা ঘটে। সে সময় ঐ এলাকায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি হচ্ছিল।

এনডিটিভি জানিয়েছে, ঝড়-বৃষ্টির সময় লোকজন কমিউনিটি সেন্টারের একটি ছাউনির নিচে আশ্রয় নেয়। হঠাৎ ছাউনি সংলগ্ন দেয়াল ও ছাউনিসহ পুরো কাঠামো ভেঙে পড়লে লোকজন তার নিচে চাপা পড়ে।

পুলিশ সুপার অনিল টাঙ্ককে উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, ধসে পড়া দেয়ালটি ৯০ ফুট লম্বা এবং ১২ থেকে ১৩ ফুট উঁচু। ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে। নিহতদের মধ্যে ১১ জন পুরুষ, আট নারী ও চারটি শিশু রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দুই লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

প্রতিক্ষণ/এডি/সাই

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G