বুলবুলের বরখাস্ত আদেশ বাতিলের দাবি

প্রকাশঃ মে ১১, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

bulbulরাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সাময়িক বরখাস্তের আদেশ বাতিলের দাবি জানিয়েছে সম্মিলিত নাগরিক ফোরাম।

সোমবার সকালে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সম্মিলিত নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক মাইনুল আহসান পান্না আট দিনের কর্মসূচি ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, শুধুমাত্র বিরোধী মতাবলম্বী হওয়ায়  মিথ্যা মামলা দিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাকে বরখাস্ত করেছে।

উল্লেখ্য, গত ৭ মে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে সাময়িক বরখাস্ত করে। বিএনপি নেতৃত্বাধীন বিরোধী জোটের চলমান হরতাল-অবরোধে নাশকতার তিন মামলাসহ মোট ১৬টি মামলার আসামি হয়ে তিন মাসের বেশি সময় ধরে আত্মগোপনে আছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/মাহফুজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G