বুড়িচংয়ে অগ্নিকাণ্ডে ৭ লক্ষ টাকার ক্ষতি

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৬, ২০১৬ সময়ঃ ৩:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৩ অপরাহ্ণ

ফয়সাল হক খন্দকার(কুমিল্লা থেকে)

comillaকুমিল্লার কোরপাই গ্রামে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে। এতে কেউ হতাহত হয়নি।তবে আনুমানিক ৭ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছে ভুক্তভুগীরা।

প্রাথমিকভাবে জানা গেছে, কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই গ্রামের স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিনের ঘরে বিদ্যুতের শর্ট সার্কিট হওয়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এতে নগদ টাকা-স্বর্ণালঙ্কার মালামাল পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে যায় বলে জানান তিনি।

বুড়িচং থানা পুলিশ বলেন, ‘জসিম উদ্দিনের বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিই। যদিও এর আগেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে’।

খবর পেয়ে দেবপুর ফাঁড়ির পুলিশ, কুমিল্লা ফায়ার সার্ভিসের

একটি টিম ও চান্দিনা থানার একটি টিম ঘটনারস্থলে গিয়ে স্থানীয় জনসাধারণের সহায়তায় দেড়ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রতিক্ষণ/ এডি/শাআ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G