নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এর আগে ৩০ আগস্ট থেকে ভর্তির আবেদন নেয়া শুরু হবে।
বুয়েট সূত্র জানায়, এবারো ভর্তির আবেদন অনলাইনে নেয়া হবে। সরাসরি আবেদন ফরম বিতরণ করা হবে না। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশিকা বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) পাওয়া যাবে।
যেসব শিক্ষার্থী বাংলা ও ইংরেজিতে জিপিএ-৪ এবং পদার্থ, রসায়ন ও উচ্চতর গণিতে জিপিএ-৫ পেয়েছে, কেবল তারাই আবেদন করতে পারবে।
সূত্র জানায়, এবার মোট ১৮টি বিভাগে এক হাজার ৩০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হবে। এবার নতুন যুক্ত হয়েছে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং। এই বিভাগে শিক্ষার্থী নেয়া হবে ৩০ জন।
যত শিক্ষার্থী আবেদন করবে তাদের মধ্য থেকে মেধাভিত্তিতে সাড়ে আট হাজার জন পরীক্ষায় বসার সুযোগ পাবে।
প্রতিক্ষণ/এডি/তাফ