বৃক্ষের মাঝে প্রাণীর মুখাবয়ব
প্রতিক্ষণ ডেস্ক:
পার্ক বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠে, সবুজের সমারোহে আবিষ্ট বিনোদনমুলক নির্মল একটি স্থান, যেখানে রয়েছে অসংখ্য বৃক্ষরাজি, নানা প্রজাতির প্রাণিকুল কিংবা বিভিন্ন খেলনা সরঞ্জামাদি। হ্যাঁ, এ সবই রয়েছে আমেরিকার আলাবামা প্রদেশের মন্টিভালিওর-এ অবস্থিত ওর পার্কটিতে। কিন্তু এরপরেও এই পার্কটি বিশ্বের অন্যসব পার্কগুলো থেকে একেবারেই আলাদা। এর কারণ, পার্কে থাকা বৃক্ষগুলো।
ওর পার্কজুড়ে হঠাৎ-ই চোখে পড়বে এমনসব বৃক্ষ, যেগুলোর গায়ে রয়েছে বিভিন্ন প্রাণীর মুখাবয়ব। মানুষ তো বটেই, সিংহ, ভেড়া, ড্রাগসনহ প্রভৃতি প্রাণীর মুখাবয়ব ছাড়াও এখানকার বৃক্ষজুড়ে রয়েছে গল্পের বইয়ের বিখ্যাত সব চরিত্র। প্রাকৃতির কোন খেয়ালে নয়, মানুষের বিচিত্র প্রতিভার বহিঃপ্রকাশ ঘটেছে এই বৃক্ষগুলোর মাধ্যমে।
ঘটনাটি ১৯৯৩ সালের। সে বছর তুষার ঝড়ে ক্ষতিগ্রস্থ হয় ওর পার্কের বেশিরভাগ বৃক্ষ। ক্ষতিগ্রস্থ ও ভাঙ্গা বৃক্ষগুলো নিজের বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন স্থানীয় বাসিন্দা টিম টিঙ্গেল। কিন্তু কর্তৃপক্ষের নিকট থেকে অনুমতি না পাওয়ায় গাছের গায়ে একটি মুখ একে দিলেন টিঙ্গেল।
এরপর থেকেই, কুয়াশা ঢাকা ভোরে অনেকটা আত্মগোপনে থেকে নীরবেই তিনি বৃক্ষের গায়ে আঁকতে থাকেন মুখাবয়ব। ভাস্কর টিমের প্রচেষ্টায় অসাধারণ সব শিল্পকর্মের কারণে সাধারণ বৃক্ষরাজিতে ঘেরা ওর পার্কটি ধীরে ধীরে হয়ে উঠে অন্যসব পার্ক থেকে একেবারেই ব্যতিক্রম।
প্রথম প্রথম পার্কে বেড়াতে আসা মানুষজন ভাবত, এগুলো অলৌকিকভাবে তৈরি হয়েছে। কিন্তু ধীরে ধীরে তারা বুঝতে পারল, এই শিল্পের কারিগর আসলে টিম টিঙ্গেল। তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার নিদর্শনস্বরূপ তারা পার্কের খোদাই করা গাছগুলোর বিশেষ ওই অংশটির নামই দিয়েছে টিঙ্গেল উড। পার্কের বিভিন্ন স্থানে ৩০টিরও বেশি রয়েছে এই টিঙ্গেল উড।
প্রতিক্ষণ/এডি/এস.টি