বৃদ্ধকে চোর সাজিয়ে থানায় সোপর্দের অভিযোগ
আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি:
বগুড়া শাজাহানপুর উপজেলায় রাস্তার জন্য জমি দিতে রাজি না হওয়ায় মুন্তেজার রহমান (৭৫) নামের এক বৃদ্ধকে মারপিট করে চোর সাজিয়ে থানায় সোপর্দ করার অভিযোগ উঠেছে।
আজ শনিবার উপজেলার জোসখোলা গ্রামে এ ঘটনা ঘটে।
জোসখোলা গ্রামের আলহাজ বাশারাতুল্লার ছেলে মুন্তেজার রহমান ও তার পরিবার জানায়, তাদের ৪.৪৫ শতক জমির উপর রাস্তা নির্মাণ করার জন্য চাপ সৃষ্টি করে খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার লোকজন। এতে সে রাজি না হওয়ায় বিভিন্ন সময়ে চেয়ারম্যানের লোকজন নানা ধরনের হুমকি দিয়ে আসছিল।
এতে জমির মালিক মুন্তেজার রহমান অনাকাংখিত ঘটনা এড়াতে ও অস্থায়ী নিষেধাজ্ঞা পেতে চেয়ারম্যান ও তার সহযোগীদের বিরুদ্ধে বগুড়া নির্বাহী মেজিষ্ট্রেট আদালতে ফৌজদারী কাঃ বিঃ আইনের ১০৭/১১৭(সি) ধারা মতে ১৮পি/২০১৭ (শাজাঃ) মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, “ অত্র মোকাদ্দমা চলাকালে প্রতিপক্ষ যাহাতে উক্ত তফসিল বর্ণিত সম্পত্তিতে অনুপ্রবেশ, জমির আকার পরিবর্তন এবং ঐ জমিতে কোনো রাস্তা নির্মাণ করিতে না পারে সেজন্য নিষেধাজ্ঞার ডিগ্রি প্রার্থণা করেন।’
আজ শনিবার ঐ ভুমিতে ইটের দেয়াল দিয়ে জ্রোপুর্বক রাস্তা নির্মাণকালে মন্তেজার রহমান বাধা দেয়ায় তাকে মারপিট করা হয়। পরে জটিলতা এড়াতে তার বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ দিয়ে শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়।
বৃদ্ধ মুন্তেজার রহমান সম্পর্কে জানতে চাইলে ঐ গ্রামের লোকজন ও নারিল্ল্য গ্রামের হাজী পিয়াস উদ্দিনের ছেলে আবদুর রশিদ ও কচুয়াদহ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে রানা মিয়া জানান, রাস্তার জন্য জমি না দেয়ায় তাকে মারপিট এবং পরে বাই-সাইকেল চোর বানিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। আমরা মিথ্যে অভিযোগের সুবিচার প্রার্থণা করছি।
এদিকে সাইকেল চুরি অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে তদন্ত শেষে শাজাহানপুর থানার এসআই কালাচান মিয়া জানান, চুরির অভিযোগটি সত্য না। তবে রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে অনাকাংখিত ঘটনা ঘটেছে এবং চোর হিসেবে থানায় সোপর্দ করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/সাই