বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী
রাজধানীর বিভিন্ন সড়কে টানা বর্ষণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলাবদ্ধতার কারণে ঢাকার প্রায় সব ব্যস্ত সড়কে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে। আর এ যানজটে গন্তব্যে যেতে অফিস গামী থেকে শুরু স্কুল-কলেজ শিক্ষার্থীরাসহ সকল শ্রেণির মানুষ চরম ভোগান্তির শিকার হয়েছে।
১১ সেপ্টেম্বর সকাল ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত তিন ঘণ্টায় ৬৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে আবহাওয়া দফতর থেকে জানা গেছে।
রাজধানীর কারওয়ান বাজার, ধানমন্ডি ২৭, বসুন্ধরা সিটির পেছনে গার্ডেন রোড, গ্রিনরোডের কিছু জায়গা খিলগাঁও, মতিঝিল, পল্টনসহ বেশির ভাগ এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তেজতুরী বাজার এলাকার বাসিন্দা সাইফুল জামান জানান, বৃষ্টির জন্য দ্বিগুণ তিনগুণ ভাড়া বেশি চেয়েছে সব রিকশাওয়ালা। ২০ টাকার ভাড়া ৫০ টাকা দিয়ে কারওয়ান বাজারে তার অফিসে পৌঁছান তিনি।
এদিকে মোহাম্মদপুরের বাসিন্দা অনিরুদ্ধ জানান, নিজের মোটরসাইকেল ছিল। তবে সংসদ ভবনের সামনে অর্ধেক রাস্তা জুড়ে পানি ছিল। মোটরসাইকেলের ইঞ্জিনের কাছ পর্যন্ত পানি উঠে গিয়েছিল।
এছাড়া আরও অনেকে অভিযোগ করছে বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক পুলিশ কম থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
আবহাওয়া অফিস বলছে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ভারি বৃষ্টিপাত হচ্ছে। শুধু রাজধানীতে নয়, সারা দেশেই মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে চট্টগ্রাম রংপুর, ময়মনসিংহ ও সিলেটেও ভারি বৃষ্টিপাতের আশঙ্কার কথা বলা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/শাআ