বৃষ্টির জন্য খুন !

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৫ সময়ঃ ৪:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

blood-for-water-fighting-for-the-rainy-seasonপ্রতিবছর মে মাসের কাছাকাছি সময়ে গরমের তীব্রতা যখন রেকর্ড ছেড়ে যায়। ঠিক এ সময়ে খুনোখুনির আয়োজন করে মেক্সিকানরা। তাদের ধারণা মারামারি করে রক্তপাত ঘটালেই বৃষ্টি বর্ষণ করবে প্রকৃতি। বৃষ্টির প্রার্থনায় মারামারিতে আধিক্য থাকে নারীদের।

আয়োজনটি করা হয় খোলা মাঠে। আশেপাশের মানুষ লাইন ধরে দেখতে আসে। হাততালি দিয়ে উৎসাহ দেয়। এমন ভরপুর মাঠে দুই জন করে নেমে যায় মারামারি করতে। প্রথমেই চর থাপ্পর দিয়ে শুরু হয়। তারপর কিল ঘুষি। লাথিও চলে সমান তালে। এভাবে মারামারির ফলে যখন শরীর থেকে রক্ত বের হয়, সেই রক্ত বালতিতে সংগ্রহ করা হয়। তারপর সেটা নিয়ে ফসলি জমিতে ঢেলে দেয়া হয়।

মেক্সিকানদের ধারণা,  এই রক্ত জমিনে পড়লেই দেবতা খুশি হয়ে বৃষ্টি বর্ষণ করবেন।মেক্সিকোর নাহুয়া গ্রাম এবং এর আশেপাশে ঘটে থাকে ঘটনাটি। বৃষ্টির জন্য অদ্ভুত এ প্রার্থনায় নারী পুরুষ নিজ ইচ্ছেতেই অংশ নেয়। মারামারিতে কেউ নিহত হলেও পরিবারের আফসোসও থাকে না।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G