বৃহস্পতিবার সারাদেশে সমাবেশের ডাক বিএনপির

প্রকাশঃ মে ২৪, ২০১৭ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪০ অপরাহ্ণ

ফাইল ছবি

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি না পাওয়ায় বৃহস্পতিবার দেশজুড়ে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। দেশের প্রতিটি জেলা, মহানগর এবং ঢাকায় থানায় থানায় এই সমাবেশ হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

গত শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পুলিশের তল্লাশির প্রতিবাদে বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে জনসভার ডাক দিয়েছিল বিএনপি। সমাবেশে অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করে দলটি। কিন্তু সে আবেদনে সাড়া মেলেনি।

রিজভী বলেন, ‘আজ বিএনপি ঘোষিত সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় পুলিশের অনুমতি না দেয়ায় আবারও প্রমাণিত হলো বর্তমান সরকার প্রধানের নির্দেশেই পূর্ব পরিকল্পিত নীল-নকশার অংশ হিসেবে ঐ অভিযান চালানো হয়। সরকার জাতীয় সংসদ, পুলিশ, প্রশাসন, নিম্ন আদালত সবকিছু কব্জায় নিয়ে নিজেদের ক্ষমতায় টিকে থাকা নিশ্চিত করার পরও তাদের আশঙ্কা ও ভয় থেকে যাচ্ছে।’

তিনি বলেন, ‘সরকার গণতন্ত্রকে নিজস্ব গতিতে চলতে না দিয়ে সভা-সমাবেশ, সমালোচনা সম্পূর্ণভাবে নিজেদের কব্জায় নিয়েছে।’

বিএনপির নেতা বলেন, ‘সরকারের পতনের সাইরেন বেজে গেছে। এই ভয়ে বিএনপিকে সোহরাওয়ার্দীতে জনসভা করার অনুমতি দেয়নি। জনসভা করতে না দেয়াও সরকারের পক্ষ থেকে এক ধরনের পুলিশি আক্রমণের শামিল।’

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পর গত তিন বছরে অন্তত আটবার সোহরাওয়ার্দীতে সমাবেশ করার অনুমতি চেয়েছিল বিএনপি।

প্রতিক্ষণ/এডি/সাই

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G