বৃহস্পতিবার ১০ বিচারপতির শপথ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১০, ২০১৫ সময়ঃ ৮:১১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

সুপ্রিমকোটসুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতির শপথ আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ওইদিন সকাল সাড়ে ১০টায়  সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তাদের শপথ বাক্য পাঠ করাবেন।

সোমবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সোমবার প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি দুই বছরের জন্য এ দশজনকে হাইকোর্টের  অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

নিয়োগ পাওয়া নতুন ১০ বিচারপতি হলেন- সুপ্রীম কোর্টের বর্তমান রেজিস্ট্রার ফরিদ আহমেদ শিবলী, অবসরপ্রাপ্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ এস এম মুজিবুর রহমান, গাজীপুর জেলা ও দায়রা জজ আমীর হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল, ভীষ্মদেব চক্রবর্তী, মো: সেলিম ও মো: সোহরাওয়ার্দী, সুপ্রীম কোর্টের আইনজীবী জ্যেতির্ময় নারায়ন দেব, খিজির আহমেদ এবং ইকবাল কবির লিটন।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি এই দশজনকে প্রাথমিকভাবে দুই বছরের জন্য হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন।

এরপর দুই বছর রাষ্ট্রপতির ইচ্ছানুযায়ী তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হবে।

প্রতিক্ষণ/এডি/গাজী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G