বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন ৩০ জুন

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ১১:৩৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

jupite

বৃহস্পতি ও শুক্র গ্রহের মিলন ঘটবে পশ্চিম আকাশে বর্তমান মাসের ৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যায়।এদিন এ দুই গ্রহ মহাকাশে এত কাছাকাছি অবস্থান করবে যে দেখে মনে হবে, তারা যেন একে অপরকে ছুঁয়ে রয়েছে।

গেলো বছরের শীতকালের পর থেকে বৃহস্পতি-শুক্র প্রতি সপ্তাহে রাতের আকাশে একসঙ্গে দেখা দিচ্ছে। চলতি মাসের শেষে এরা একই সরলরেখায় এত কাছাকাছি অবস্থান করবে, যা কিনা কয়েক বছরে মাত্র একবার দেখা যায়।
Jupiter-Venus_
নাসার বিজ্ঞানী ড. টনি ফিলিপস বলেন, ৩০ জুন সূর্য ডোবার কিছুক্ষণের মধ্যেই বৃহস্পতি ও শুক্র গ্রহকে খুবই কাছাকাছি অবস্থান করতে দেখা যাবে।

আকাশ পুরোপুরি অন্ধকার হয়ে আসার আগেই এ বিরল দৃশ্য দেখা যাবে বলেও নিশ্চিত করেছেন ফিলিপস।
Jupiter-Venus (2)
এর আগে, গত ২০ জুন আকাশে বাঁকা চাঁদের সঙ্গে গ্রহ দু’টি ত্রিভূজ আকারে অবস্থান করে।

তবে এর পর থেকে চাঁদ, শুক্র, বৃহস্পতি ও রেগুলাস নক্ষত্র একই সরলরেখায় অবস্থান করছে। আর কিছুদিন পরই চাঁদ দূরে সরে যাবে এবং বৃহস্পতি ও শুক্র খুব কাছাকাছি অবস্থান করবে। তাদের অবস্থান স্থির থাকবে ৩০ জুন থেকে ০২ জুলাই পর্যন্ত।

সূত্র: ইন্টারনেট

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G