বেছে নিন পছন্দের মোবাইল

প্রকাশঃ ডিসেম্বর ২১, ২০১৫ সময়ঃ ৬:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

মোবাইল ফোন কিনবেন? কিন্তু আপনি যে ধরণের মোবাইল কিনতে চাচ্ছেন, সেসব বৈশিষ্ট্য কোনটিতে রয়েছে তা জানা নেই? তাহলে চলুন সবচেয়ে বেশি ব্যবহৃত ১৫টি স্মার্টফোন সম্পর্কে জেনে নেওয়া যাক:

১. স্যামসাং গ্যালাক্সি এস৬/ স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ

S6-&-S6-edge

স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ মডেলে রয়েছে ডুয়েল এজ ডিসপ্লে। মোবাইল সেটটির দুই পাশেই রয়েছে মেটাল ফ্রেম ও গরিলা গ্লাস। সামনে রয়েছে সুপার অ্যামোলেড ডিসপ্লে প্যানেল। দুটি হ্যান্ডসেটেই রয়েছে ৫ দশমিক ১ ইঞ্চির ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ও ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল।  

দুটিই অত্যন্ত দ্রুতগতির সেট। এগুলোতে রয়েছে এক্সিনোস অক্টা-কোর চিপসেট এবং ৩ জিবি র‍্যাম। এছাড়াও রয়েছে ওয়্যারলেস চার্জিং। ৩২, ৬৪ ও ১২৮ জিবির তিনটি আলাদা স্টোরেজ ভার্সন থাকলেও মাইক্রোএসডি কার্ডস্লট নেই।

২. অ্যাপল আইফোন ৬এস

iPhone-6S-Mini

অ্যাপলের স্মার্টফোনগুলোর মধ্যে আইফোন ৬এস আকর্ষণীয় ডিজাইনের কারণে বেশি ব্যবহৃত হচ্ছে। এই ফোনে রয়েছে প্রেশার সেন্সিটিভিটি ডিসপ্লে। ডিসপ্লে হচ্ছে ৪ দশমিক ৭ ইঞ্চি। ১২ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‍্যাম এবং ১৬, ৬৪ ও ১২৮ জিবির আলাদা তিনটি স্টোরেজ ভার্সন রয়েছে। তবে ব্যাটারির কারণে হয়তো আপনি ভুগতে পারেন। কারণ, সেটটির ব্যাটারি মাত্র ১৭১৫ এমএএইচ-এর।

৩. নেক্সাস ৬পি

nexus-6p

এটি তৈরি করেছে চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ে। এই হ্যান্ডসেটটিতে রয়েছে ফুল মেটাল বডি যা একে আকর্ষণীয় করে তুলেছে। এর ডিসপ্লে ৫ দশমিক ৭ ইঞ্চি। নেক্সাস ৬পিতে রয়েছে অত্যাধুনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। এছাড়াও রয়েছে ইউএসবি টাইপ-সি পোর্ট যা দ্রুতগতির ফাইল ট্রান্সফার ও চার্জিংয়ের সুবিধা দেবে। ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩ জিবি র‍্যাম এবং ৩২, ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের তিনটি আলাদা ভার্সন। সেটটির ব্যাটারি ৩৪৫০ এমএএইচ-এর। এর অপারেটিং সিস্টেম অ্যানড্রয়েড ৬.০ মার্শম্যালো।

৪. ওয়ানপ্লাস ২

oneplus2

এটি চলবে অক্সিজেন অপারেটিং সিস্টেমে। এছাড়া রয়েছে অ্যানড্রয়েড অপারেটিংয়ে চালিত আরেকটি ভার্সন। ৩৩০০ এমএএইচ-এর ব্যাটারি দীর্ঘ সময় চার্জ ধরে রাখবে স্মার্টফোনটিতে। এতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে। রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেলের। স্মার্টফোনটির দুটি ভার্সন রয়েছে। একটিতে রয়েছে ৩ জিবি র‍্যাম ও ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। আরেকটিতে রয়েছে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবির ইন্টারনাল স্টোরেজ।

৫. স্যামসাং গ্যালাক্সি এস৬ এজ প্লাস

galaxy-s6-edge-plus

এ বছরের বহুল ব্যবহৃত সেট এটি। এই ফ্যাবলেটে রয়েছে ৫ দশমিক ৭ ইঞ্চির বড় ডিসপ্লে। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৪ জিবি র‍্যামের সঙ্গে রয়েছে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি আলাদা ভার্সন। ব্যাটারি ৩০০০ এমএএইচ।

৬. অ্যাপল আইফোন ৬এস প্লাস

iphone 6S plus

অ্যাপল আইফোন ৬এস প্লাসে রয়েছে থ্রিডি টাচ ডিসপ্লে। ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। এই সেটটিতে রয়েছে ইমেজ স্ট্যাবিলাইজেশন। আরো আছে ফোরকে ভিডিও ক্যাপচার এবং লাইভ ফটোস। ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‍্যামের সঙ্গে আছে ১৬, ৬৪, ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের তিনটি আলাদা ভার্সন। ব্যাটারি ২৭৫০ এমএএইচ।

৭. নেক্সাস ৫এক্স

Nexus 5X

স্মার্টফোনটি অ্যানড্রয়েড মার্শম্যালো ৬.০ অপারেটিং সিস্টেমে চলে। এর রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ৫ দশমিক ২ ইঞ্চি স্ক্রিনের সেটটিতে রয়েছে ১২ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ২ জিবি র‍্যাম এবং ১৬ ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি আলাদা ভার্সন রয়েছে এতে। ব্যাটারি ২৭০০ এমএএইচ।

৮. এলজি জি৪

lg-g4

এলজি জি৪-এ রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চির ডিসপ্লে। ফোন ও ট্যাবলেটের সংমিশ্রণে তৈরি এই স্মার্টফোনকে বলা হচ্ছে ফ্যাবলেট। ১৬ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। আছে ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি ৩০০০ এমএএইচ।

৯. হুয়াওয়ে মেট এস

huawei-mate-s

এতে রয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লে (১৯২০ x ১০৮০ পিক্সেল)। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩ জিবি র‍্যামের সঙ্গে ৩২, ৬৪ ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের তিনটি আলাদা ভার্সন রয়েছে। ব্যাটারি ২৭০০ এমএএইচ।

১০. মটোরোলা মটো এক্স প্লে

Motorola Moto x play

দীর্ঘ ব্যাটারি লাইফের জন্য সেটটি জনপ্রিয়তা পায়। মটো এক্স প্লে স্মার্টফোনে রয়েছে ৩৬৩০ এমএএইচ-এর ব্যাটারি। তবে এর দুর্বল দিক হচ্ছে, এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার নেই। ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে এতে। ২ জিবি র‍্যামের এই সেটটিতে ১৬ ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরির দুটি আলাদা ভার্সন রয়েছে।

১১. ব্ল্যাকবেরি প্রিভ

Blackberry priv

স্মার্টফোন নির্মাতা কানাডীয় প্রতিষ্ঠান ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড হ্যান্ডসেটের নাম ব্ল্যাকবেরি প্রিভ। এটি একটি স্লাইড ফোন এবং হ্যান্ডসেটটিতে রয়েছে ডুয়েল কিপ্যাড। এতে রয়েছে ৫ দশমিক ৪ ইঞ্চি ডিসপ্লে, যার নিচেই রয়েছে একটি কোয়ার্টি কিপ্যাড। স্লাইড করলে কিপ্যাডটি চলে আসবে। প্রিভে রয়েছে ১৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি ৩৪১০ এমএএইচ।

১২. মটোরোলা মটো জি (থার্ড জেনারেশন)

Motorola moto g

এতে রয়েছে ৫ ইঞ্চি স্ক্রিন। ১৩ মেগাপিক্সেলের রিয়ার ও ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। স্মার্টফোনটির দুটি ভার্সন বাজারে রয়েছে, যার একটিতে রয়েছে ২ জিবি র‍্যাম ও ১৬ জিবি রম, আরেকটি ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি রম। ব্যাটারি ২৪৭০ এমএএইচ।

১৩. সনি এক্সপেরিয়া জেড৫

Sony

সেটটির ডিসপ্লে ৫ দশমিক ২ ইঞ্চি। ২৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা ও ৫ দশমিক ১ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজের এই সেটটিতে রয়েছে ২৯০০ এমএএইচ-এর ব্যাটারি।

১৪. হুয়াওয়ে অনার ৭

Huawei Honor 7

ডিসপ্লে ৫ দশমিক ২ ইঞ্চি। সেটটির রিয়ার প্যানেলে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। রিয়ার ক্যামেরা ২০ মেগাপিক্সেল এবং ফ্রন্ট ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ৩ জিবি র‍্যামের এই সেটিটতে ৩২ ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দুটি ভার্সন রয়েছে। ব্যাটারি ৩১০০ এমএএইচ।

১৫. এইচটিসি ওয়ান এম৯ প্লাস

htc-one-m9-plus

ডিসপ্লে ৫ দশমিক ২ ইঞ্চি। এই সেটে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ২০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ৩ জিবি র‍্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। ব্যাটারি ২৮৪০ এমএএইচ।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G