বেতন কত ফেসবুক কর্মীদের ?

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ৮:৪৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৯ পূর্বাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডটকম

fb officeবিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরি করার স্বপ্ন হয়ত অনেকই দেখেন।

সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে কাজ করছেন এর কর্মীরা। বিশ্বের একনম্বর জনপ্রিয় কোম্পানির জব স্টাইল যে অন্য পাঁচটা কোম্পানির মতো নয় একথা বলাবাহুল্য।

তবে নিজে কাজ করার সুযোগ নাহলেও ফেসবুক অফিসের কর্মীদের বেতন নিয়ে কম-বেশি আগ্রহ আছে বেশিরভাগ ইউজারদের।

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির হার্ট অফ সিটিতে বসে ফেসবুক অফিসে যারা কাজ করছেন তারা মাসে কত বেতন পান সম্প্রতি এ নিয়ে একটি তালিকা প্রকাশ করেছে চাকরি বিষয়ক ওয়েবসাইট ‘গ্ল্যাসডোর’।

অন্য যেকোন অফিসের চেয়ে ফেসবুকের  কর্মীদের বেতন তালিকা দেখে সাধারণ চাকরিজীবীদের চক্ষু ছানাবড়া হতে পারে।

ওই ওয়েবসাইট অনুযায়ী, ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গের বছরে বেতন মাত্র এক ডলার। যদিও ফেসবুকে তার ব্যক্তিগত শেয়ার রয়েছে ২৮ শতাংশ (২০১২ সর্বশেষ খবর অনুযায়ী)।

প্রতিষ্ঠানটিতে ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের বেতন বছরে দুই কোটি ৩৩ লক্ষ ৫০ হাজার টাকা। সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান ১ কোটি ৫৯ লক্ষ টাকা।

এছাড়া ফেসবুকের সিনিয়র সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান এক কোটি ২৯ লক্ষ ৭৬ হাজার টাকা, সফটওয়ার ইঞ্জিনিয়ারিং (৪) বছরে বেতন পান এক কোটা ২৮ লক্ষ ৯১ হাজার টাকা।

ফেসবুকে প্রোডাক্ট ম্যানেজার বছরে বেতন পান এক কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার টাকা, ডাটা সায়েন্টিস্ট বেতন পান এ কোটি ১৪ লক্ষ ২ হাজার টাকা। পর্যায়ক্রমে সফটওয়ার ইঞ্জিনিয়ার বেতন পান এক কোটি ১২ লক্ষ ৫৮ হাজার টাকা, টেকনিক্যাল পোগ্রাম ম্যানেজার পান এত কোটি ৭ লক্ষ ৭৯ হাজার টাকা, রিসার্স সায়েন্টিস্ট পান এক কোটি ৬ লক্ষ ২ হাজার টাকা, সফটওয়ার ইঞ্জিনিয়ার (৩) পান বছরে এক কোটি ৫ লক্ষ ২ হাজার টাকা।

পর্যায়ক্রমে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বেতন পান বছরে ৯৮ লক্ষ ৩২ হাজার টাকা, ডাটা ইঞ্জিনিয়ার পান ৯০ লক্ষ ২১ হাজার টাকা। ইউজার ইন্টারফেস ইঞ্জিনিয়ার বেতন পান বছরে ৯০ লক্ষ ৬ হাজার টাকা, প্রোডাকশন ইঞ্জিনিয়ার পান ৮১ লক্ষ ৩৬ হাজার টাকা। আর প্রোডাক্ট অ্যানালিস্ট বেতন পান বছরে ৭২ লক্ষ ৯৭ হাজার  টাকা।

প্রতিক্ষণ /এডি/জেসমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G