বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবী

প্রথম প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৩:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫২ অপরাহ্ণ

রাবি প্রতিনিধি :

RU picপ্রস্তাবিত অষ্টম বেতন কাঠামো পুনঃনির্ধারণের দাবীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (রাবিশিস) উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ কর্মসূচী পালিত হয়।

এতে বক্তারা অভিযোগ করে বলেন, প্রস্তাবিত জাতীয় পে-স্কেলে মন্ত্রিপরিষদ ও সিনিয়র সচিবদের বেতন স্কেল আলাদা করে বাড়িয়ে দ্বিগুণ এবং পদায়িত সচিবদের জন্য নতুন বেতন স্কেল করা হয়েছে। গ্রেড ১০-২০ পর্যন্ত সপ্তম বেতন কাঠামোর তুলনায় দ্বিগুণ করা হয়েছে, কিন্তু ১ম-৯ম ধাপ দ্বিগুণ করা হয়নি।

সিলেকশন গ্রেড ও টাইম স্কেল না দেয়ায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন স্কেল সচিবদের থেকে দুইধাপ নামানো হয়েছে। শিক্ষকদের মূল বেতন সপ্তম বেতন কাঠামো থেকেও একধাপ কমিয়ে আনা হয়েছে।

এছাড়া সিলেকশন গ্রেড অধ্যাপকদের বেতন-ভাতা সচিবের সমান করা, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড অব্যাহত রাখা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বেতন-ভাতা ও মর্যাদা সচিবের সমান করা, সহযোগী, সহকারী অধ্যাপক ও প্রভাষকদের বেতন-কাঠামো ক্রমানুসারে করাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো প্রবর্তন করারও দাবী তোলা হয় এ মানববন্ধন থেকে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G