বেতন ভাতার দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
জাতীয় প্রেসক্লাবের সামনে পোশাকশ্রমিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন ঈদের আগে বেতন-ভাতা পরিশোধের পাশাপাশি বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে।
শুক্রবার তারা এ বিক্ষোভ সমাবেশে তাদের মূল বেতনের সমপরিমাণ ঈদ বোনাসের দাবি জানান।
সমাবেশে শ্রমিকরা অভিযোগ করেন, বোনাস না দিতে অনেকেই ঈদের আগে কারখানা বন্ধ রাখছে। আশুলিয়ায় এরই মধ্যে চারটি কারখানা ইচ্ছাকৃতভাবে বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া অনেকেরই কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে।
বন্ধ কারখানা অবিলম্বে চালুর দাবি জানিয়ে ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ এবং বন্ধ কারখানা চালুর বিষয়ের সরকারের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।
প্রতিক্ষণ/এডি/শাআ
========