ওমর ফারুক, বেরোবি প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী দীপু চন্দ্র রায়কে মিথ্যা অভিযোগে অবৈধভাবে আটকের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মীর তামান্না সিদ্দীকার অপসারণ ও বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা প্রক্টরকে স্বেচ্ছাচারী হিসেবে আখ্যায়িত করে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত দাবী করেন। সাথে সাথে অনতিবিলম্বে প্রক্টরের ক্ষমতার অপব্যবহারের জন্য আইনী ব্যবস্থা ও অপসারণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্টার বরাবর স্বারকলিপি প্রদান করেন।
স্বারকলিপিতে বলা হয়, গত ১৪ই এপ্রিল দীপু রায়কে বিশ্ববিদ্যালয়ের ১ নং প্রবেশ গেট থেকে আটক করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে পাঁচ ঘন্টা আটকে রাখা হয় এবং তাকে ভাংচুরসহ অন্যান্য মামলায় ফাঁসানোর হুমকি দেয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার মুহাম্মদ ইব্রাহিম কবীর স্বারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
বিষয়টি নিয়ে প্রক্টরের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, পুলিশ দীপু রায়কে আটক করার খবর শুনে তার বাবা অনীল চন্দ্র রায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে ঐ শিক্ষার্থী দাবি করেন।
প্রতিক্ষণ/এডি/সাই