বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর কর আরোপের পক্ষে সমর্থন জানিয়েছে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। কর আরোপের বিরোধিতাকারীদের কঠোর সমালোচনা করে বিরোধিতাকারী ছাত্র সংগঠনগুলোকে ‘ভূঁইফোড়’ হিসেবেও অভিহিত করেছেন ছাত্রলীগের নেতারা।
রোববার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন ও সমাবেশে নগর ছাত্রলীগ নিজেদের এ অবস্থানের কথা জানিয়েছে।
সমাবেশে ছাত্রলীগ নেতারা অভিযোগ করেন, কর আরোপ নিয়ে কিছু ভূঁইফোড় ছাত্র সংগঠন মিথ্যাচার করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে। কর আরোপের সিদ্ধান্ত নেয়ায় তারা সরকারের প্রশংসাও করেছেন।
বক্তারা বলেন, বেরসকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলো বর্তমানে এক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিযোগিতামূলকভাবে তারা শিক্ষাকে বাণিজ্যিক পণ্যের মত ব্যবহার করছে। কর আরোপের সিদ্ধান্ত শিক্ষার বাণিজ্যিকীকরণের লাগাম টেনে ধরবে বলে মনে করেন ছাত্রলীগ নেতারা।
তাদের মতে, গেজেট প্রকাশ হওয়ার আগেই মিথ্যা অপপ্রচার অবশ্যই সরকারের বিরুদ্ধে দূরভিসন্ধি।
তবে ছাত্রলীগ নেতারা আবারও এ-ও আশংকা করেছেন, কর আরোপের অজুহাতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করতে পারে।
এ প্রবণতা ঠেকাতে তারা সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এক এবং অভিন্ন ‘ভর্তি ফি’ নীতিমালা প্রণয়নের দাবি জানান।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর