বেড়েছে লবণের দাম
নিজস্ব প্রতিবেদক
দেশের বাজারে প্রতি কেজি লবণের দাম বেড়েছে। দুই সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি লবণের দাম বেড়েছে ১০ টাকা।
শুক্রবার রাজধানীর খুচরা বাজারগুলোতে ঘুরে এমনটি দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, খুচরা বাজারে প্রতি কেজি প্যাকেটজাত আয়োডিনযুক্ত (ত্রিপল রিফাইন্ড) লবণ কোম্পানি ভেদে ৩২-৩৩ টাকায় বিক্রি হচ্ছে। ১৫ দিন আগে যার দাম ছিল ২৫ টাকা। প্যাকেটজাত সাধারণ আয়োডিন লবণ ২৩-২৫ টাকা ও সাধারণ খোলা লবণ কেজি ১৮ টাকায় বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, জানুয়ারির শেষ সপ্তাহে প্রতি কেজি লবণের দাম যা ছিল, এখন তার চেয়ে ৮-১০ টাকা বেড়েছে। তবে আগামী সপ্তাহে দুই-তিন টাকা দাম কমতে পারে। এদিকে, ব্যবসায়ীদের দাবি, বিরূপ আবহাওয়ার কারণে লবণ উৎপাদন ব্যাহত হচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারের পাইকারি ব্যবসায়ীরা জানায়, কয়েক দিন ধরে লবণ সরবরাহে ঘাটতি ছিল। চাহিদামতো লবণ দিতে পারছে না মিল। ফলে দাম বেড়েছে। ১৫ দিন আগে প্রতি ব্যাগ (২৫ কেজি) আয়োডিন লবণের দাম ছিল ৫০০ টাকা। এখন এর দাম ৭০০ টাকা।
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) হিসাব মতে, প্রতিবছর দেশে লবণের চাহিদা রয়েছে প্রায় সাড়ে ১৬ লাখ টন। কিন্তু ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত দেশে লবণের উৎপাদন হয়েছে মাত্র ১২ লাখ টন। ফলে লবণের ঘাটতি ছিল প্রায় সাড়ে চার লাখ টন।
প্রতিক্ষণ/এডি/এফটি