বেড়েছে সোনার দাম
প্রতিক্ষণ ডেস্ক
কয়েক দফা কমানোর পর আবারো বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে দেড় হাজার টাকা করে বাড়িয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। রোববার থেকে নতুন দর কার্যকর হবে বলে শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শনিবার পর্যন্ত সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) প্রতি গ্রাম সোনা ৩ হাজার ৫৮০ টাকায় বিক্রি হচ্ছিল। তা বেড়ে এখন হবে ৩ হাজার ৭১০ টাকা।
প্রতি ভরি (১১. ৬৬৪ গ্রাম) সোনার নতুন দাম হবে ৪৩ হাজার ২৭৩ টাকা। শনিবার পর্যন্ত তা বিক্রি হয় ৪১ হাজার ৭৫৭ টাকায়।
সর্বশেষ চলতি মাসের ৬ আগস্ট সোনার দর বাড়িয়েছিল বাজুস। এরপর তা কমানো হয়। তারও আগে গত বছর ধরে কয়েক দফায় কমেছিল সোনার দর।
বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান বলেন, “আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারে দাম বাড়ানো হয়েছে।”
রুপার দর প্রতি গ্রামে ৫ টাকা করে বেড়েছে। রোববার থেকে প্রতি গ্রাম রুপা ৮৫ টাকায় বিক্রি হবে। শনিবার পর্যন্ত বিক্রি হয় ৮০ টাকায়। এ হিসাবে প্রতি ভরি রুপার দর বেড়েছে ৫৮ টাকা।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ