বৈঠকে তুরস্ক-রাশিয়া

প্রকাশঃ ডিসেম্বর ৪, ২০১৫ সময়ঃ ৩:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Russiaরুশ যুদ্ধবিমান ভূপাতিত করার পর তুরস্ক এবং রাশিয়া এই দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে স্বল্প সময়ের এক বৈঠক হয়। তবে কী নিয়ে আলোচনা হয় তা জানা যায়নি।

গত বৃহস্পতিবার বেলগ্রেডে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কেভুসোগলুয়ের মধ্যে এই বৈঠক হয়। বেলগ্রেডে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতাবিষয়ক সংস্থা ‘অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ’-এর মন্ত্রী পর্যায়ের অধিবেশনের ফাঁকে বৈঠক করেন দুই মন্ত্রী।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দুই মন্ত্রীর আলোচ্য বিষয় নিয়ে কিছু না জানালেও তাদের মধ্যে ৪০ মিনিট আলোচনা হয় বলে জানান।

উল্লেখ্য, গত ২৪ নভেম্বর তুরস্ক-সিরিয়া সীমান্তে রাশিয়ার একটি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করে তুরস্কের সামরিক বাহিনী। সিরিয়ায় সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান রুশ অভিযানে অংশ নিয়েছিল যুদ্ধবিমানটি। এ ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা দেখা দেয়। তুরস্ক বলছে, যুদ্ধবিমানটি রাশিয়ার ছিল, তুর্কি সামরিক বাহিনী তা বুঝতে পারে নি।

কিন্তু এ দাবি নাকচ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়ার বিমান সহজেই চেনা যায়। তাই তুরস্কের উচিত রাশিয়ার কাছে ক্ষমা চাওয়া।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান পাল্টা অভিযোগ করে বলেছেন, মস্কো আইএসের সঙ্গে অবৈধ তেল ব্যবসায় জড়িত।

গত বৃহস্পতিবার এক টেলিভিশন ভাষণে এরদোগান বলেন, ‘আমাদের হাতে প্রমাণ আছে। শিগগিরই তা প্রকাশ করা হবে।’

দেশটির প্রধানমন্ত্রী আহমেত দাভুতগলু বলেছেন, ‘মস্কো সোভিয়েত যুগের কায়দায় প্রোপাগান্ডা শুরু করেছে।’

সূত্র: এএফপি

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G