বৈঠক করলেন খালেদা-মোদী
নিজস্ব প্রতিবেদক
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক শেষ হয়েছে। রোববার বিকাল ৪টা ৫০ মিনিটে এ বৈঠকটি সম্পন্ন হয়।
এর আগে ২টা ৩০ মিনিটে সাক্ষাতের উদ্দেশে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আসেন খালেদা জিয়া।
বৈঠক শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সাংবাদিকদের বলেন, গণতন্ত্রের ভিত্তি স্থাপন ছাড়া পৃথিবীর কোন দেশ উন্নয়ন করতে পারেনা।
তিনি আরো বলেন, ‘বৈঠকে আমাদের নেত্রী তার বক্তব্য উপস্থাপন করেছেন। অন্যদিকে মোদি তার বক্তব্য দিয়েছেন। অত্যন্ত চমৎকার পরিবেশে পারস্পরিক স্বার্থে খোলা মনে আলোচনা হয়েছে। আলোচনায় যেসব বিষয় উঠে এসেছে তার মধ্যে অন্যতম হলো দু’দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। সেটা করতে হলে দুদেশের মানুষের মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে জোর দিতে হবে।’
মঈন খান জানান, পারস্পরিক সম্পর্ক, সার্কভুক্ত দক্ষিণ এশীয় দেশের উন্নয়ন এবং দেশে বর্তমান গণতন্ত্রের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন তারা।
তিনি বলেন, ‘আমরা শুধু দ্বিপাক্ষীয় সম্পর্ক নয় দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ওপর জোর দিয়েছি। আমরা মনে করি, দীর্ঘস্থায়ী আস্থার সম্পর্ক ধরে রাখতে হলে দুই দেশের মানুষের সম্পর্ক জোরদার করতে হবে।’
তিনি আরো বলেন, ‘এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রের অনুপস্থিতি বিষয়টিও তাকে অবহিত করা হয়েছে। নরেন্দ্র মোদি আঞ্চলিক উন্নয়নে জোর দিচ্ছেন। যদি টেকসই উন্নয়ন করতে হয় তাহলে অবশ্যই সেটা গণতান্ত্রিক হতে হবে। যদি না গণতন্ত্র থাকে, যদি না বিচারবিভাগ স্বাধীন হয়, যদি না নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারে, যদি না মানুষ স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে তাহলে টেকসই উন্নয়ন সম্ভব নয়। আমরা এসব বিষয়েই মোদির দৃষ্টি আকর্ষণ করেছি।’
বিএনপি চেয়ারপারসনের সঙ্গে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড.মঈন খাঁন , চেয়ারপাসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ ও উপদেষ্টা রিয়াজ রহমান।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর