বৈশাখী ইলিশ-বাথুয়া ভর্তা

প্রকাশঃ এপ্রিল ১০, ২০১৫ সময়ঃ ১২:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৬ অপরাহ্ণ

todays news 2

 

উপকরণ:

বাথুয়া শাক – ২ আটি

ইলিশ মাছ–২ টুকরো (মাঝারী সাইজের)

রসুন – ২ কোয়া-

কাঁচামরিচ – ৭/৮ টি

পেঁয়াজ কুচি – ১ টি মাঝারি

লবণ – পরিমাণমতো

   ধনেপাতা – পরিমাণমতো

bathua shak

 প্রনালীঃ

প্রথমে শাক বেছে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরান। তাওয়ায় অল্প লবণ দিয়ে শাক, মাছ ও কাঁচামরিচ টেলে নিন। শিলপাটায় শাক , ইলিশ মাছ, রসুন, কাঁচামরিচ ও পেঁয়াজ একসাথে বেটে নিন। বাটা হয়ে গেলে একটি পাত্রে নিয়ে ধনেপাতা ছিটিয়ে দিন। তাহলেই হয়ে গেল বৈশাখী ইলিশ-বাথুয়া ভর্তা। চাইলে নিজের মতো করেও পরিবেশন করতে পারেন।

 

 

 

 

 

তাজিন/প্রতিক্ষণ/এডি/শারমিন

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G