বৈশাখে আড়ং এনেছে ভিন্নধর্মী পোশাক
সাধারণের মধ্যেইতো ব্যাতিক্রমের বসবাস। সবাই যা করছে, কেউ কেউ হয়তো তা নাও করতে পারে।
এটাইতো স্বাভাবিক, তাই না ? বলছি, এই বৈশাখে যারা একটু ভিন্নভাবে নিজেকে সাজাতে চান তারা আড়ং এর যেকোন শো-রুমে ঢু মেরে আসতে পারেন।
আপনার পছন্দের ব্যতিক্রমী পোশাকটি সঙ্গে কিনে আনতে পারবেন বলা যায়।
অনেকে চান শাড়ি না পড়ে সেলোয়ার কামিজেই বৈশাখ উদযাপন করতে। তাদের জন্য আড়ং এর এবারের আয়োজন যুৎসই মনে হতে পারে। বিভিন্ন
ডিজাইনের সেলোয়ার কামিজের বর্ণিল সমাহার দেখতে পাবেন সেখানে।
দেশীয় ও ওয়েস্টর্ন পেটার্নের মিশ্রনে ভিন্ন ধাচের পোশাক। যেহেতু
সময়টা গরম-ঠান্ডা মিলিয়েই চলছে এবং বৈশাখে এরকম একটা
পরিবেশেই থাকবে ;
তাই এসব বিষয় মাথায় রেখে ডিজাইনাররাও পোষাকের ধরণে
এনছে ভিন্নতা।
যার যে পোশাকে স্বস্তিদায়ক মনে হবে সে বেছে নেবে সেরকম পোশাক। আপনাকে অন্যভাবে সাজাতে আড়ং বাহারি সব ডিজাইনের গরম উপযোগী দেশি
তাঁত এবং সুতি ফেব্রিক দিয়ে তৈরি করেছে অসাধারণ সব
পোশাক।
তাই আর দেরি না করে এক্ষুণি ঘুরে আসুন আড়ং এর যেকোন
শো-রুমে , কিনে আনুন আপনার পছন্দসই পোশাক, এই গরমে
ভিন্ন পোশাকে উপভোগ করুন নববর্ষ ১৪২২। সবাইকে নববর্ষের
অগ্রিম শুভেচ্ছা ।