বোস্টনে হামলাকারীর মৃত্যুদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
বোস্টন ম্যারাথন গ্রাইন্ডে বোমা হামলায়, জোখার সারানায়েভের মৃত্যুদণ্ডের রায় দিলো যুক্তরাষ্ট্রের আদালত।
শুক্রবার প্রাণঘাতী ইনজেকশনে এ মৃত্যুদণ্ড কার্যকরের রায় দেন ম্যাসাচুসেটস’র ফেডারল আদালত।
গত মাসে ৩০টি ফেডারেল অভিযোগে সারানায়েভকে দোষী সাব্যস্ত করা হয়, যার মধ্যে ১৭টিতেই তার মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা ছিলো।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে সারানায়েভকে সম্ভবত ইন্ডিয়ানা রাজ্যের একটি ফেডারেল কারাগারে স্থানান্তর করা হবে।
তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে শিগগিরই আপিল করতে পারেন তার আইনজীবীরা।
সারানায়েভের আইনজীবীদের দাবি, বোস্টন হামলায় সারানায়েভের ভূমিকা থাকলেও আসল দোষী ছিল তার বড় ভাই তামারলেন।
কিন্তু সরকারপক্ষের আইনজীবীরা দুই ভাইকেই এ হামলার সমান অংশীদার হিসেবে দোষী সাব্যস্ত করেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ১৫ এপ্রিলে বোস্টনে ম্যারাথন দৌঁড় চলাকালে দু’টি প্রেসার কুকারে বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এ বিস্ফোরণে তিনজন নিহত ও ২৬৪ জন আহত হয়েছিলেন।
সূত্র: বিবিসি।
প্রতিক্ষণ/এডি/জহির