ব্যক্তিত্ব প্রকাশে পোশাক
পোশাক আপনার ব্যক্তিত্ব প্রকাশ করে। সে কারণেই পোশাক নির্বাচনের ক্ষেত্রে আপনাকে হতে হবে অনেক বেশি সতর্ক। জানতে হবে কোনটি আপনার জন্য সঠিক।
কিংবা বলা যায়, আপনার ব্যক্তিত্বের পরিপন্থি যেন না হয়।লম্বা মানুষকে যদি তার পোশাকটির কারণে আরও লম্বা মনে হয়, বেটেকে আরও বেটে, মোটা মানুষকে আরও মোটা এবং শুকনা মানুষকে আরও শুকনা মনে হয়; তাহলে বুঝে নিতে হবে আপনি ভুল দিকে এগুচ্ছেন।
শারীরিক গঠন অনুযায়ী পোশাক নির্বাচন জরুরি। তাই এ ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখা উচিত তা হলো-
মোটা হলেঃ
ছাপার ক্ষেত্রে বড় বড় ছাপ বা বুটি দেওয়া পোশাক বা শাড়ি পরবেন না। যতটা সম্ভব এক রঙের পোশাক বেছে নিন।
ছাপা পরতে ইচ্ছে হলে ছোট প্রিন্ট ব্যবহার করুন।বিশেষ দিন উপলক্ষ্যে গাঢ় রঙ বেছে নিতে পারেন।
তবে তীব্র গরমের দিনে উজ্জ্বল রঙ থেকে বিরত থাকুন।চৌকো বা ভিশেপ গলার পোশাক কিংবা ব্লাউজ পরুন।
রোগা হলেঃ
ভারী কাপড় অথবা শাড়ি ব্যবহার করুন। গায়ে জড়িয়ে থাকা পাতলা পোশাক পরবেন না এতে আরও বেশি রোগা দেখাবে।
শাড়ির ক্ষেত্রে তাঁত, ঢাকাই, অরগ্যান্টা জাতীয় শাড়ি পরুন।বিশেষ দিনগুলোতে শাড়ির রঙের সাথে আড়াআড়ি ডুরে শাড়ি পরলে ভালো দেখাবে।
বেটে হলেঃ
লম্বা ঝুলের জামা বা কামিজ পরবেন না।বেশি ঘেরের পোশাক বা সালোয়ার পরবেন না।চাপা সালোয়ার কিংবা চুড়িদার পরুন।
বিশেষ দিনে পোশাকে ছাপার ব্যবহার পছন্দ করলেও বড় ছাপা পরবেন না।সলিড কালার কিংবা ছোট প্রিন্টের পোশাক পরুন।শাড়ির ক্ষেত্রে চওড়া পাড়ের শাড়ি পরবেন না।
বড় আঁচলের শাড়ি পরবেন না।নির্ধারিত রঙের সাথে লম্বা ডুরে শাড়ি পরলে ও উঁচু হিল পরলে দেখতে মানানসই লাগবে।
লম্বা হলেঃ
বেশি ঘের দেওয়া পোশাক এড়িয়ে চলুন।ছাপার ক্ষেত্রে বড় ছাপা মানাবে ভালো।
লম্বা ঝুলের পোশাক পরুন।বন্ধ গলার জামা পরবেন না।লম্বা হাতা পোশাক পরুন।
ছোট হাতা পরলে হাত মোটা দেখায়।
অন্ধের মতো অন্যকে অনুকরণ করবেন না ও সঠিক মাপের, ভালো কোয়ালিটির পোশাক পরুন।পোশাকের প্রথম কথাই হলো এমন পোশাক পরতে হবে যাতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।এমন পোশাক পরুন যাতে আপনার ব্যক্তিত্বের ভালো দিকটি উন্মোচিত হয়, খুঁতগুলো ঢাকা পড়ে যায়।