ব্যবসায়ীদের অনশনে ককটেল বিস্ফোরণ

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৪, ২০১৫ সময়ঃ ২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

koktelরাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনের সামনে চলমান রাজনৈতিক অচলাবস্থা এবং বিদ্যমান সংকট নিরসনের দাবিতে পোশাকশিল্প উদ্যোক্তাদের প্রতীকী অনশন কর্মসূচিতে পর পর দুটি ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।

আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোটার্স এসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি আসলাম সানি বক্তব্য দেওয়ার সময় পরপর দুটি  ককটেল বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও অনশনস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ভবনের সামনে শনিবার সকাল ১১টায় শুরু হওয়া এ অনশন সন্ধ্যা পর্যন্ত চলবে।

অনশন কর্মসূচিতে বিজিএমইএ নেতারা ছাড়াও বাংলাদেশ টেক্সটাইল মিল এ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ), বাংলাদেশ টেরিটাওয়াল এ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইন্স্যুরেন্স এ্যাসোসিয়েশন (বিআইএ), বাংলাদেশ কাভার্ডভ্যান ওনার্স এ্যাসোসিয়েশন ও বাংলাদেশ এক্সোরিজ ম্যানুফ্যাকচারার্স এ্যান্ড এক্সপোর্টাস এ্যাসোসিয়েশনের উদ্যোক্তারা অংশ নিয়েছেন।

উল্লেখ্য, গত বুধবার বিজিএমইএ কার্যালয়ে ‘চলমান সহিংসতার কারণে সৃষ্ট অচলাবস্থা এবং পোশাক ও বস্ত্র শিল্পের নেতিবাচক প্রভাব বিষয়ে জরুরি মতবিনিময় সভা শেষে এ কর্মসূচি করেছিলেন বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

প্রতিক্ষণ /এডি/জামান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G