ব্যবসায়ী নিহত,২০ গাড়ি ভাঙচুর
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম
শিবগঞ্জ উপজেলার পাকুরতলায় রংপুরগামী কোচ চাপায় শাজাহান (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনার পর মহাসড়ক অবরোধ করে ১৫/২০টি গাড়ি ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী শাজাহান শিবগঞ্জ উপজেলার দেওলি ইউনিয়নের রহবল চন্দ্রপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শিরা জানায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার মোকামতলার অদুরে পাকুরতলায় বগুড়া-রংপুর মহাসড়ক পারাপারের সময় ব্যবসায়ী শাজাহান রংপুরগামী যাত্রীবাহী কোচের চাকায় পিষ্ট হয়ে মারা যান। দুর্ঘটনার পরপরই এলাকার বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে। পুলিশ গিয়েও তাদের সরাতে পারেনি।
স্থানীয়রা অভিযোগ করেন, প্রায় দেড় বছর আগে পাকুরতলা এলাকায় কোচের ধাক্কায় ৩ ভটভটি যাত্রী মারা যায়। এই দুর্ঘটনার পর এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সেখানে স্পীডব্রেকার দেয়া হয়। সম্প্রতি পুলিশ সেই স্পীডব্রেকার তুলে দেয়ার পর এই দুর্ঘটনা ঘটলো। দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার পর পুনরায় স্পীডব্রেকারের দাবিতে এলাকার মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় ১৫/২০টি গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ আছে।
প্রতিক্ষণ/এডি/লিজা