ব্যবসায় নামলেন সাহারা

প্রথম প্রকাশঃ নভেম্বর ১, ২০১৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৪ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

Saharaবছরখানেক আলোচনার বাইরে ছিলেন সাহারা। কারণ তার সর্বশেষ সিনেমা ‘তোকে ভালোবাসতেই হবে’ মুক্তি পায় ২০১৪ সালের মার্চে। চলতি বছরের শুরুতেই বিয়ে খবরে আবারো আলোচনায় আসেন। কিন্তু আর দেখা যায়নি সিনেমায়। স্বামী-সংসার নিয়ে ভালোই কাটছে দিন সাহারার।

কিন্তু বসে থাকার পাত্রী নন পরিশ্রমী এ অভিনেত্রী। অবসর সময়ে বুটিক ডিজাইন শুরু করেছেন। ‘সাহারা বুটিকস অ্যান্ড ডিজাইন’ নামে গুলশানে একটি বুটিক হাউসও দিলেন। এ প্রসঙ্গে সাহারা বলেন, ‘দীর্ঘদিন অন্যদের ডিজাইন করা পোশাক পরেছি। ডিজাইন সম্পর্কে একটা ভালো ধারণা হয়েছে, সেই অভিজ্ঞতাটা কাজে লাগাচ্ছি। শোরুমে যত পোশাক আছে তার সবই আমার নিজ হাতে ডিজাইন করা’।

সাহারার সবচেয়ে আলোচিত সিনেমা শাকিব খানের বিপরীতে ‘প্রিয়া আমার প্রিয়া’। হাতে আছে এফ আই মানিকের ‘বিচার আমি করব’। তবে এ সিনেমার ভবিষ্যত পরিষ্কার নয়। ‌এ দিকে সম্প্রতি ব্যবসায় নেমেছেন আরেক নায়িকা— মাহি। তিনি স্করপিয়ন হাট নামে একটি অনলাইন শপ খুলেছেন।
প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

সর্বাধিক পঠিত

20G