ব্যর্থতার দায়ে ১১ পুলিশের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
আফগানিস্তানের রাজধানী কাবুলে পবিত্র কোরআন পোড়ানোর গুজব তুলে এক নারীকে পিটিয়ে হত্যার ঘটনা ঠেকাতে ব্যর্থতার দায়ে পুলিশের ১১ জন সদস্যকে এক বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে এ মাসের শেষের দিকে চার জনের মৃত্যুদণ্ড হয়। আরও আটজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।
গত মার্চে ফারখুন্দা নামে ২৮ বছরের ঐ নারীর মৃত্যু নিয়ে আফগানিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়।
উল্লেখ্য, এক তাবিজ ফেরিওয়ালার সাথে তর্কে জড়িয়ে পড়েছিলেন ফারখুন্দা। কাল্পনিক আশ্বাস দিয়ে নারীদের কাছে তাবিজ বিক্রির অভিযোগ তুললে ঐ ফেরিওয়ালা ক্ষেপে যায়।
বাকবিতণ্ডার মাঝে, সে হঠাৎ ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর অভিযোগ তুলে চিৎকার শুরু করে। সাথে সাথে বহু লোক ঐ নারীকে পেটাতে থাকে।
পরে সরকারি এক তদন্তে প্রমাণিত হয়েছে ফারখুন্দার বিরুদ্ধে কোরআন পোড়ানোর ঐ অভিযোগ ছিল কাল্পনিক। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চারজনের মধ্যে ঐ তাবিজ বিক্রেতাও রয়েছে।
সূত্র: বিবিসি
প্রতিক্ষণ/এডি/জহির