ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় খালেদা

প্রকাশঃ মার্চ ৩, ২০১৫ সময়ঃ ৭:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১১ অপরাহ্ণ

সংসদ প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

motia sangsadবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশকে ব্যর্থ রাষ্ট্র বানাতে চায় মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

দশম সংসদের পঞ্চম অধিবেশনে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ যখন উন্নয়নের দিকে যাচ্ছে তখন পাকসখী খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোট গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করে গণতন্ত্রকে ধ্বংস করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। তিনি স্বাধীনতার শত্রু, মানবতার শত্রু, গণমানুষের শত্রু। তার আহূত হরতারলকে জনগণ প্রত্যাখ্যান করছে।’

মতিয়া চৌধুরী বলেন, ‘আমাদের গ্রামে একটি কথা আছে, সেটা হলো- আহালিরে আহালি কত রং দেখালি। আর এখন খালেদা কত রং দেখাচ্ছেন দেশের মানুষকে। তার রংয়ে দেশের মানুষ মারা যাচ্ছে। খালেদা জিয়া নিজেকে অবরুদ্ধ করে নাটকের নায়িকা হওয়া ছাড়া তার দর্শকবৃন্দকে আর কিছুই উপহার দিতে পারছেন না।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশকে পাকিস্তানের মতো কাবাব বানাতে চান। না হলে কেন তিনি পেট্রোলবোমা ছেড়ে গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসেন না? খালেদা জিয়া দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চান।’

তিনি আরোও বলেন, ‘আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারব, তারেক রহমান তার পিতা জিয়াউর রহমান চট্টগামের যেখানে মারা গেছেন সেখানে একদিনও যাননি। পিতার রুহের মাগফিরাত কামনা করে দুই রাকাত নামাজও পড়েননি।’

সুশীল সমাজের সমালোচনা করে কৃষিমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের তথাকথিত কিছু বুদ্ধিজীবী যারা ৫ জানুয়ারির আগে খালেদা জিয়ার জন্য আকুল-ব্যাকুল হয়েছিল, সংলাপ সংলাপ করে জাবর কেটেছিল, তারা ভুলে যান খালেদা জিয়া তার নিরাপত্তার জন্য নিজেই জিডি করেছিলেন। জিডি করার পর নিরাপত্তার জন্য পুলিশ প্রটেকশন দিলেও তারা উৎকণ্ঠা ব্যক্ত করতে শুরু করেন। তাহলে কী করবে সরকার বলেন?’

তিনি বলেন, ‘খালেদা জিয়ার নাটকের বিষয়ে সুধীজনদের প্রশ্ন করলে তারা দিনের বেলায় আকাশের দিকে তাকিয়ে তারা গুনতে শুরু করেন। আর বিড়বিড় করে বলেন, তারা নিরপেক্ষ। অবশ্য মাঝে একজন বলে ফেলেছেন, সংলাপের কপালে লাথি মারি। তাদের একটা সুবিধা আছে সেটা হচ্ছে পিঠে শক্ত একটা খোলস আছে। তারা সুযোগ পেলে খোলস থেকে গলা বের করেন আর অসুবিধা দেখলে খোলসে গলা লুকিয়ে ফেলেন। অর্থাৎ তারা কচ্ছপের সমকক্ষ।’

প্রতিক্ষণ /এডি/নাহিদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G