‘ব্যর্থ হলে ইসিকে মূল্য দিতে হবে’
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম
তিন সিটি করপোরেশন নির্বাচনে ভোট প্রয়োগে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হলে নির্বাচন কমিশনকে সমাজের কাছে দায়ী থাকতে হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক. ড. এমাজউদ্দীন আহমদ।
তিনি বলেন, ভবিষ্যতে এর জন্য আপনাদের চরম মূল্য দিতে হবে।
মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ বৌদ্ধ ফ্রন্ট আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রের সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এমাজউদ্দীন বলেন, ‘নির্বাচনের আগে বৃহত্তর বা ক্ষুদ্রতর পর্যায়ে মিছিল, মিটিং ও সমাবেশের সুযোগ তৈরি করে দিতে হবে। এগুলো নির্বাচনের অনুষঙ্গ। এর মাধ্যমে প্রার্থীরা ভোটারদের কাছে যান। এ সব বিষয় নিশ্চিত করা না গেলে তারা কিভাবে ভোট চাইবেন?’
তিনি আরো বলেন, ‘ক্ষমতা চিরদিন থাকে না। হিটলারও কিছুদিন এ ক্ষমতায় ছিলেন। কিন্তু এরপর তাকে আর পাওয়া যায়নি। আশা করি, ক্ষমতাসীনদের এ বিষয়ে শুভবুদ্ধির উদয় হবে। কারণ জোর করে ক্ষমতায় থাকার পরিণতি ভালো হয় না।’
প্রতিক্ষণ/এডি/রাফি