ব্যস্ত সড়কে ব্যাক গিয়ারে ছুটছে গাড়ি

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৭ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

ভারতের পাঞ্জাবের ভাতিন্দা এলাকার ব্যস্ত সড়কে নিয়মানুয়ায়ী সোজা পথেই চলছে সব গাড়ি। হঠাৎ উল্টো দিক দিয়ে অন্যসব গাড়ির সাথে পাল্লা দিয়ে ছুটছে হারপ্রিত দেবের গাড়ি।

ব্যাক গিয়ারে ছুটন্ত এই গাড়ির ঘন্টায় সর্বোচ্চ গতিবেগ ৮০ কিলোমিটার। বিগত ১২ বছর ধরে সফলতার সাথে উল্টো দিকে গাড়ি চালাচ্ছেন হারপ্রিত দেব।

নিজের প্রয়োজনে গাড়িতে তিনি সংযুক্ত করেছেন ৪টি ব্যাক গিয়ার ও একটি ফ্রন্ট গিয়ার। এ পর্যন্ত তিনি সর্বমোট পাড়ি দিয়েছেন ৬৫০০০ কিলোমিটার পথ।

অদ্ভূতভাবে গাড়ি চালানোর কারণ সর্ম্পকে হারপ্রিত জানান,   ‘‘একবার গাড়ি বিকল হয়ে, গাড়ির ফ্রন্ট গিয়ার কাজ করা বন্ধ করে দেয়। তখন ব্যাক গিয়ার ব্যবহার করে ঘটনাস্থলে পৌঁছানো হয়। সেই থেকে শুরু, গাড়ি পেছন দিক দিয়ে চালানো।’’

অনেকেই যেখানে সামনের দিকে গাড়ি চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন, সেখানে হারপ্রিত পেছনের দিকে গাড়ি চালাচ্ছেন পেশাদারিত্বের সাথেই। এটি দেখে অবাক পাঞ্জাবের অন্যান্য চালকরা।

পেছন দিক দিয়ে গাড়ি চালানোকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন হারপ্রিত। ব্যাক গিয়ারে গাড়ি চালানোতে দক্ষতা তৈরি করতে প্রতিষ্ঠা করেছেন ‘ ব্যাক গিয়ার স্কুল ’। এখানে তিনি ব্যাক গিয়ারে গাড়ি চালানোর প্রশিক্ষণ দিচ্ছেন তরুণদের।

ব্যাক গিয়ারে গাড়ি চালাতে পারদর্শী হারপ্রিতের ঝুলিতে রয়েছে ইউনিক ওয়ার্ল্ড রেকর্ড এবং লিমকা বুক অব রেকর্ডসে নাম ওঠাসহ বিভিন্ন স্বীকৃতি। ভবিষ্যতে ব্যাক গিয়ারে সর্বোচ্চ পথ পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চান গাড়ি চালকদের এই তারকা।

 

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G