ব্যাংককে আজ অভিবাসী বৈঠক
আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:
মানবপাচার ও অভিবাসীদের ভাগ্য নির্ধারণ বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭টি দেশের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ।
অভিবাসীদের আশ্রয় দিতে উপকূলীয় দেশগুলোর অনীহার মধ্যেই ব্যাংককে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে অভিবাসীদের জন্য সহায়তা তহবিলের ঘোষণা আসতে পারে। আর রোহিঙ্গা ইস্যুতে চাপ আসতে পারে মিয়ানমারের ওপর। সবকিছু মিলিয়ে বিশ্ব সম্প্রদায়ের নজর থাকছে এই বৈঠকের দিকে।
বৈঠকে বাংলাদেশ, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার ১৭ দেশের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনামসহ বেশ কিছু দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
বৈঠক আহ্বানকারী দেশ থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে, এই বৈঠকে বর্তমান বিশ্বের সব থেকে ভয়াবহ অভিবাসী সমস্যা ও মানবপাচার সমাধান নিয়ে আলাচনা করা হবে।
যদিও যুক্তরাষ্ট্র কিছু রোহিঙ্গাকে পুণর্বাসনের ইচ্ছা প্রকাশ করলেও তাদের নাগরিকত্ব দিতে অস্বীকৃতি জানিয়েছে আসছে মিয়ানমার।
এ বৈঠকে অভিবাসীদের জীবন বাঁচাতে, উপকূলীয় দেশগুলোর অভ্যন্তরে অবাধে প্রবেশ ও তাদের অধিকার রক্ষায় জাতিসংঘকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
গত কয়েক সপ্তাহে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার উপকূলে ৩ হাজারেরও বেশি অভিবাসী ভিড়তে পারলেও ত্রাণ সংস্থাগুলোর ধারণা এখনও বহুসংখ্যক অভিবাসী সাগরে ভাসছে।