ব্যাংকগুলোর নিরাপত্তা যাচাই করবে বিবি : গভর্নর

প্রকাশঃ এপ্রিল ২২, ২০১৫ সময়ঃ ১১:৫৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atiurr-large2014দেশের তফসিলি ব্যাংকগুলোর নিরাপত্তা কার্যক্রম পরিদর্শন করবে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এমন নির্দেশনা দিয়েছেন।

বুধবার এক তাৎক্ষণিক প্রক্রিয়ায় গভর্নর একথা জানিয়েছেন।

আতিউর রহমান বলেন, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা পরিপালন করে বাণিজ্যিক ব্যাংকগুলোর সকল শাখার নিরাপত্তা কার্যক্রম নেওয়া হয়েছে কিনা তা কেন্দ্রীয় ব্যাংকের পরির্দশন বিভাগ, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ দেখবে।

বাংলাদেশ ব্যাংকসূত্রে জানা যায়, গতকালের ব্যাংক ডাকাতির ঘটনায় তাৎক্ষণিকভাবেই গভর্নর টেলিফোনে জরুরি কিছু নির্দেশনা দিয়েছেন। আজ তিনি ব্যাংকের উর্ধ্বতনদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে জরুরি কিছু নির্দেশনা দেবেন।

এদিকে, বাংলাদেশ কমার্স ব্যাংকের সাভার শাখার ঘটনার বিস্তারিত জানতে চাওয়া হয়েছে ব্যাংকটির কর্তৃপক্ষের কাছে।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G