ব্যাংকে নিহতদের অর্থ সহায়তা প্রদান
নিজস্ব প্রতিবেদক :
আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতির ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রোববার বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এক অনুষ্ঠানে নিহতের স্বজনদের হাতে চেক তুলে দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।
গভর্ণর বলেন, কমার্স ব্যাংকসহ অন্য ব্যাংকগুলো যদি নিহতের পরিবারের ছেলেমেয়েগুলোর পড়াশোনার খরচ বহন করে, তাহলে তাদের পাশে দাঁড়ানো হবে। তাই আমি অন্যদেরকে তাদের সিএসআর তহবিলের আওতায় পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।
বাংলাদেশ ব্যাংকের সিএসআর তহবিল থেকে ওই শাখার নিহত ব্যবস্থাপকের স্ত্রীর হাতে পাঁচ লাখ টাকার একটি চেক তুলে দেয়া হয়। বাকি সাতজন নিহতের পরিবারকে দেয়া হয় এক লাখ টাকার চেক। এ সময় কমার্স ব্যাংকের পক্ষ থেকেও নিহত আট জনের পরিবারকে চেক প্রদান করা হয়।
চেক গ্রহণকারীদের মধ্যে ছিলেন নিহত শাখা ব্যবস্থাপক ওয়ালিউল্লাহর স্ত্রী মোছা. মেরী খাতুন, শাহাবুদ্দিন মোল্লার স্ত্রী নাজনীন মতিন, কাজী বদরুল আলমের স্ত্রী সেলিনা খাতুন, ইব্রাহীম মন্ডলের স্ত্রী ইয়াসমীন খাতুন, মনিরুজ্জামান মনিরের স্ত্রী আলেয়া বেগম, নূর মোহাম্মদের স্ত্রী নূর খাতুন, জমির আলীর স্ত্রী শম্পা বেগম এবং নিহত আইয়ুব আলীর স্ত্রী মরিয়ম বেগম।
প্রতিক্ষণ/এডি/নুর