ব্যাংক এশিয়ার লভ্যাংশ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ব্যাংক এশিয়া লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ রয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ব্যাংকটি। আগামী ১৮ এপ্রিল অনুষ্ঠিত হবে বার্ষিক সাধারণ সভা (এজিএম)। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে বেলা ১১টায় এই এজিএম অনুষ্ঠিত হবে। গত বছর ব্যাংকটির কনসোলেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২২ টাকা ২৮ পয়সা।
প্রতিক্ষণ/এডি/এফটি